www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার কাছে এই আমি

তোমার কাছে এই আমি
*****************
মোঃ আব্দুল্লাহ আল মামুন
*******
ভালোবেসে কেউ এখানে নিয়ে এসেছে।
পাশে থাকবো ভালোবেসে।
বলেছে সে একটু হেসে।
থাকো তুমি আমার পাশে।
সেই থেকে বিচরণ করছি এই তোমাদের মাঝে।
নাটকের নতুন একটি চরিত্র দখন করে।



আমি তো কাঙাল।
কি দিবো তোমাদের।
তবু থাকে যদি ঝুড়িতে
দিয়ে যাবো তোমাদের হাতে।।




যে লেখক লিখেছিলো এই নাটকের শেষ অংশ।
আমি তো নই তার কোন বংশ, বা অংশ।
আমি তো এই মঞ্চনাটকে সামান্য এক ঝলক পরিচিতি।
যার নাই কোন অনুভূতি।



শুধুই তাকিয়ে থাকবো।
আর প্রস্থান করবো তোমাদের নাটক হতে।
আমাকে যে নিমন্ত্রণ করেছিল।
তার তরে আমি লাখো সালাম জানাই।
সে যে আমার নাম লিখেছিলো।
এই পৃথিবীর বিরাট নোট খাতায়।
পরিচিত করাতে চেয়েছে আমায়।
তোমাদের মাঝে, কবিদের মাঝে।


অভিনয়ের এই নাট্যমঞ্চে।
আমি তো ভিখারি।
কি দিবো তাকে
কি আছে আমার কাছে।
কি দিবো তোমাদের?
কি থাকিবে অবশেষে।




যে আমাকে ভালোবেসে,
মনের মাঝে দিয়েছে আশ্রয়।
এই রঙিন মঞ্চনাটকে দিয়েছে যে নতুন পরিচয়।
তাকে আমি কিছু দিতে পারিনি।
তাকে আমার এখন ভয় হয়।
হাজার বছর যার রক্ত আমার দেহে।
এই মঞ্চ যার রক্তে আজ লাল।
তার সাথেই করে অভিনয়।
এই আমাকে বেচে থাকতে হয়।
তাই তাহার প্রতি আমার অজানা ভয়।





ভালোবাসি এই আমাকে।
নাকি ভালোবাসি আমি তাকে।
বার বার মনে জাগে এই সংশয়।
না জানি কিসের ভয়।
না জানি কি হয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast