ভালোবাসা থাকুক বেচে
ভালোবাসা থাকুক বেচে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ভালোবাসা থাকুক বেচে।
কবিদের মৃত আত্মা হয়ে।
সেই সব মৃত পৃথীবির সমূদ্রতটে।
অসমাপ্ত ভাবনা হয়ে নারীবাদিদের ললাটে।
ঘৃনার তপ্ত মরুতে এক ফোটা জল হয়ে।
আমাদের কবিরা না হয় হাটবে অসীমের পথে।
মৃত বৃক্ষের শাখা হয়ে।
ঝড়ে যাওয়া পাতাদের শব্দে।
সেখানেও বেচে থাকুক ভালোবাসা।
এক মুঠো আশা হয়ে।
কোন এক হৃদয় ভাঙা প্রেমিকের বুকে।
প্রেমিকার শোকে।
প্রেমিকার ধোকা মাখা মনে।
বেচে থাকুক যতনে,
মৃত শুকনো ভালোবাসা।
কি আমার প্রেমের কবিতা।
কি এর ব্যাখ্যা তা জানি আর না জানি।
তবু ভালোবাসা বেচে থাক।
জীবন্ত প্রাণে, প্রেমিকার মনে।
প্রেমিকের অশান্ত ভাবনাতে।
কবিদের কবিতাতে বেচে থাকুক ভালোবাসা।
শান্তির বার্তা নিয়ে আসুক ভালোবাসা।
সেই বেদনার বুকে লোকানো থাকুক ভালোবাসা।
ভালোবাসার বুকে থাকুক প্রাপ্তির ভালোবাসা।
আশা আর সুখে বেচে থাকুক ভালোবাসা।
শাসকের বুকে, জনতার শোকে।
বেচে থাকুক ভালোবাসা।
জনতার জন্য জেগে উঠুক ভালোবাসা।
পুরুষের মনে নারীর , নারীর মনে পুরুষের
জেগে উঠুক ভালোবাসার আলো।
দূর করে দিক অন্ধকার।
বেচে থাকুক ভালোবাসা।
জেগে থাকুক আশা।
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ভালোবাসা থাকুক বেচে।
কবিদের মৃত আত্মা হয়ে।
সেই সব মৃত পৃথীবির সমূদ্রতটে।
অসমাপ্ত ভাবনা হয়ে নারীবাদিদের ললাটে।
ঘৃনার তপ্ত মরুতে এক ফোটা জল হয়ে।
আমাদের কবিরা না হয় হাটবে অসীমের পথে।
মৃত বৃক্ষের শাখা হয়ে।
ঝড়ে যাওয়া পাতাদের শব্দে।
সেখানেও বেচে থাকুক ভালোবাসা।
এক মুঠো আশা হয়ে।
কোন এক হৃদয় ভাঙা প্রেমিকের বুকে।
প্রেমিকার শোকে।
প্রেমিকার ধোকা মাখা মনে।
বেচে থাকুক যতনে,
মৃত শুকনো ভালোবাসা।
কি আমার প্রেমের কবিতা।
কি এর ব্যাখ্যা তা জানি আর না জানি।
তবু ভালোবাসা বেচে থাক।
জীবন্ত প্রাণে, প্রেমিকার মনে।
প্রেমিকের অশান্ত ভাবনাতে।
কবিদের কবিতাতে বেচে থাকুক ভালোবাসা।
শান্তির বার্তা নিয়ে আসুক ভালোবাসা।
সেই বেদনার বুকে লোকানো থাকুক ভালোবাসা।
ভালোবাসার বুকে থাকুক প্রাপ্তির ভালোবাসা।
আশা আর সুখে বেচে থাকুক ভালোবাসা।
শাসকের বুকে, জনতার শোকে।
বেচে থাকুক ভালোবাসা।
জনতার জন্য জেগে উঠুক ভালোবাসা।
পুরুষের মনে নারীর , নারীর মনে পুরুষের
জেগে উঠুক ভালোবাসার আলো।
দূর করে দিক অন্ধকার।
বেচে থাকুক ভালোবাসা।
জেগে থাকুক আশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেখ আক্তার হোসেন ০৭/০১/২০১৮খুব সুন্দর , এই ভাবে চালিয়ে যান
-
শিবশঙ্কর ০৫/০১/২০১৮সুন্দর । শুভেচ্ছা কবি কে ।
-
আলম সারওয়ার ০৫/০১/২০১৮শুভ নববর্ষ ও সুন্দর কবিতার জন্য শুভেচ্ছা থাকল আমার