এখানে ময়লা ফেলুন
এখানে ময়লা ফেলুন
আমাকে ব্যবহার করুন
লেখা আছে বড বড় অক্ষরে
কে তা দেখে?
কে ব্যবহার করে?
বিদ্যালয় ;হাসপাতালের সামনে
উদ্যান বা যাত্রি ছাউনিতে লেখা
এখানে ময়লা ফেলবে না
একমাস হলো না
হঠাৎ একদিন
দেখি সেই " না"বেটা আর নেই
তাকে কেউ অপহরন করেছে।
এখন সেই দেয়ালে লেখা
এখানে ময়লা ফেলবেন
"না "বেটাকে কে অপহরন করল?
কেউ জানে না ।
দিন গেলো 'সপ্তাহ গেলো
চলে গেলো মাস ;বছর
এখন বিদ্যালয়ের সামনে
তৈরি হয়েছে একটি ডাস্টবিন
অঘোসিত ;অনিয়ন্ত্রিত বেসরকারী ডাস্টবিন
লাইসেন্স ছারা ;বেআইনী ডাস্টবিন
যার কোন অনুমোদন নেই
অনুমোদন আছে যেই ডাস্টবিনের
যার আছে পৌরসভার টিকেট
তাকে কেউ ব্যবহার করে না
দেখেও না কোন লোকে
একদিন সেই সরকারি ডাস্টবিনটি
অপহরন হল ।
কেউ এসে তার ভিতরের লোহা গুলো
খোলে নিয়েছে।
বিশেষ সংবাদ
এলাকার হিরোইন সেবকদের কাজ
তারা লোহা করেছে বিক্রি
এটাই তার চুরান্ত ব্যবহার
লাইসেস্ন ধারি সেই ডাস্টবিনে
লেখা ছিল ব্যবহার করুন
ভদ্র সমাজ তার ব্যবহার করেনি
তাই হিরোইন সেবনকারী হিরোগন
তার সঠিক কদর করেছে
লোহা গুলো বিক্রি করে
তৃপ্তি মিটিয়ে সেবন করেছে
হিরোইন নামক মধু।
কি সুন্দর ব্যবহার
কি অভিনব আচরন।
আমাকে ব্যবহার করুন
লেখা আছে বড বড় অক্ষরে
কে তা দেখে?
কে ব্যবহার করে?
বিদ্যালয় ;হাসপাতালের সামনে
উদ্যান বা যাত্রি ছাউনিতে লেখা
এখানে ময়লা ফেলবে না
একমাস হলো না
হঠাৎ একদিন
দেখি সেই " না"বেটা আর নেই
তাকে কেউ অপহরন করেছে।
এখন সেই দেয়ালে লেখা
এখানে ময়লা ফেলবেন
"না "বেটাকে কে অপহরন করল?
কেউ জানে না ।
দিন গেলো 'সপ্তাহ গেলো
চলে গেলো মাস ;বছর
এখন বিদ্যালয়ের সামনে
তৈরি হয়েছে একটি ডাস্টবিন
অঘোসিত ;অনিয়ন্ত্রিত বেসরকারী ডাস্টবিন
লাইসেন্স ছারা ;বেআইনী ডাস্টবিন
যার কোন অনুমোদন নেই
অনুমোদন আছে যেই ডাস্টবিনের
যার আছে পৌরসভার টিকেট
তাকে কেউ ব্যবহার করে না
দেখেও না কোন লোকে
একদিন সেই সরকারি ডাস্টবিনটি
অপহরন হল ।
কেউ এসে তার ভিতরের লোহা গুলো
খোলে নিয়েছে।
বিশেষ সংবাদ
এলাকার হিরোইন সেবকদের কাজ
তারা লোহা করেছে বিক্রি
এটাই তার চুরান্ত ব্যবহার
লাইসেস্ন ধারি সেই ডাস্টবিনে
লেখা ছিল ব্যবহার করুন
ভদ্র সমাজ তার ব্যবহার করেনি
তাই হিরোইন সেবনকারী হিরোগন
তার সঠিক কদর করেছে
লোহা গুলো বিক্রি করে
তৃপ্তি মিটিয়ে সেবন করেছে
হিরোইন নামক মধু।
কি সুন্দর ব্যবহার
কি অভিনব আচরন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১০/১২/২০১৭
-
সাঁঝের তারা ১০/১২/২০১৭সত্যিই সুন্দর ব্যবহার ...
-
আব্দুল হক ০৯/১২/২০১৭অনিয়মই যেখানে আইন, সারাদেশের কি যে অবস্থা!!
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০১৭সবই সত্য। শুভকামনা রইলো।
-
আহমাদ মাগফুর ০৯/১২/২০১৭জ্বী জনাব, এই অনিয়ম সমূহই আমাদের সমাজের রুটিন হয়ে গেছে আজ। ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।
আচরণ,অপহরণ এ 'ন' দিয়েছেন। অঘোষিত লিখেছেন 'স' দিয়ে। এ রকম আরো অনিয়ম রয়ে গেছে লেখাটিতে। হয়ত টাইপ মিসিং। সংশোধন করে নিলে ভালো হয়! ভালো থাকবেন!
- আহমাদ মাগফুর -
সংকেত ০৯/১২/২০১৭ঠিক বলেছেন
ধন্যবাদ আপনাকে