কবিতার খাতা
কবিতার খাতা
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এটা কী?
কবিতার খাতা?
প্রশ্নছুড়ে দিল অতিথি।
কী লিখো তুমি ?
প্রেমের কবিতা?
নাকি সমাজের কথা লিখবে?
আমি চুপ ছিলাম।
বললাম তার পাশে বসে।
কবিতার কি আছে ভাষা
আমিতো এই বসে বসে
কলমের কালি নষ্ট করি।
জীবনের গল্প লেখার চেষ্টা করে।
ভেঙেছি অনেক কলম।
প্রেমের কবিতা হল না লেখা।
ভালবাসবে কি আমায়?
প্রশ্ন ছুড়ে দিলাম তার দিকে।
সে দাঁড়িয়ে ছিল।
বললনা কিছু
আমিও দেখলাম তাকে।
ভালবাসার শ্রেষ্ঠ কবিতা লেখা হল ।
নীরব কবিতা ।
ভাষাহীন কবিতা।
শব্দহীন কবিতা।।
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এটা কী?
কবিতার খাতা?
প্রশ্নছুড়ে দিল অতিথি।
কী লিখো তুমি ?
প্রেমের কবিতা?
নাকি সমাজের কথা লিখবে?
আমি চুপ ছিলাম।
বললাম তার পাশে বসে।
কবিতার কি আছে ভাষা
আমিতো এই বসে বসে
কলমের কালি নষ্ট করি।
জীবনের গল্প লেখার চেষ্টা করে।
ভেঙেছি অনেক কলম।
প্রেমের কবিতা হল না লেখা।
ভালবাসবে কি আমায়?
প্রশ্ন ছুড়ে দিলাম তার দিকে।
সে দাঁড়িয়ে ছিল।
বললনা কিছু
আমিও দেখলাম তাকে।
ভালবাসার শ্রেষ্ঠ কবিতা লেখা হল ।
নীরব কবিতা ।
ভাষাহীন কবিতা।
শব্দহীন কবিতা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ২৬/০৪/২০১৭ভাল কথোপকথন
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৪/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৪/২০১৭কবিতায় মোট ৪টি 'কি' আছে। প্রথম ২টি 'কী' হবে। তাছাড়া- নীরব, দাঁড়িয়ে, ভেঙেছি ও...
শুভেচ্ছা। -
মধু মঙ্গল সিনহা ২৬/০৪/২০১৭খুব ভালো লাগলো।
-
রাশেদ খাঁন ২৬/০৪/২০১৭নিরব কবিতা