যুদ্ধ যুদ্ধ খেলা
বাজিতেছে যুদ্ধের দামামা।
এখনো জ্বলছে দেখো নাগাসাকি,
বাতাসে ইউরোনিয়ামের গন্ধ বহন করছে হিরোশিমা ।
কাঁদছে আমার বিশ্ব মা ।
বুকে সন্তান হারানোর বেদনা।
বার বার জেগে উঠে অস্ত্র ব্যবসায়ী মাফিয়া।
গর্জন দিয়ে এগিয়ে আসে কোরিয়া।
ভয় দেখাতে পরাক্রম দেখায় রাশিয়া
দেহে বহন করে মঙ্গলিয় জিন।
গর্জে উঠে মহান দেশ চীন।
এখন আসল কথায় আসি ।
বেয়াদব পরেছে রাজার জামা ।
সব কাজেই প্রয়োজন শক্তিধর মামা।
চুর পরেছে পুলিশের ড্রেস ।
মারহাবা ,মারহাবা , বেশ করেছে ,বেশ
চারদিকে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা।
আকাশে ,বাতাসে ,পানিতে অস্ত্রের মেলা।
রণতরী ,মিসাইলের ঘাঁটি যেখানে সেখানে
ভীতি ছড়াচ্ছে মানুষের মনে।
উলঙ্গ নৃত্য করে বিশ্ব মানবতা ।
কে কার খুনি , কে কার পিতা?
এখনো জ্বলছে দেখো নাগাসাকি,
বাতাসে ইউরোনিয়ামের গন্ধ বহন করছে হিরোশিমা ।
কাঁদছে আমার বিশ্ব মা ।
বুকে সন্তান হারানোর বেদনা।
বার বার জেগে উঠে অস্ত্র ব্যবসায়ী মাফিয়া।
গর্জন দিয়ে এগিয়ে আসে কোরিয়া।
ভয় দেখাতে পরাক্রম দেখায় রাশিয়া
দেহে বহন করে মঙ্গলিয় জিন।
গর্জে উঠে মহান দেশ চীন।
এখন আসল কথায় আসি ।
বেয়াদব পরেছে রাজার জামা ।
সব কাজেই প্রয়োজন শক্তিধর মামা।
চুর পরেছে পুলিশের ড্রেস ।
মারহাবা ,মারহাবা , বেশ করেছে ,বেশ
চারদিকে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা।
আকাশে ,বাতাসে ,পানিতে অস্ত্রের মেলা।
রণতরী ,মিসাইলের ঘাঁটি যেখানে সেখানে
ভীতি ছড়াচ্ছে মানুষের মনে।
উলঙ্গ নৃত্য করে বিশ্ব মানবতা ।
কে কার খুনি , কে কার পিতা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৪/২০১৭শান্তির বার্তা। শুভেচ্ছা।
-
সন্দীপন পাল(শুভ) ১৯/০৪/২০১৭শান্তি শান্তি শান্তি চাই
শান্তি নিয়েই বাঁচতে চাই -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৪/২০১৭শান্তি চাই।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৪/২০১৭যুদ্ধ বন্ধ হোক।
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৪/২০১৭ভাল লাগল।