আয়না
আয়না
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
আয়নায়
অকল্পনীয় একটি প্রতিকৃতি?
দেখতে দেখতে বেলা হল শেষ।
নয় তাছাড়াও. কিন্তু.
আমি আবার লিখতে পারবোনা নিজেকে।
নতুন করে কোন উপন্যাসের মত।
নিজেকে বদলাতে পারবো না ।
যেমন আমি নই হতে পারবো না।
আমি নিজেকে যেমন দেখেছি।
জীবনের এই বাস্তব আয়নাতে।
তেমনি ভাল লাগে ।
আবার একটা শান্তনা নিয়ে বাচি।
নিজেকে বার বার বদলাতে পারবো না ।
আমি বইয়ের পৃষ্ঠা নই।
এবং আমার এই আয়না ।
দেয় প্রতিদিনের হিসাব।
কি করেছি।
ভাল মন্দ ,
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
আয়নায়
অকল্পনীয় একটি প্রতিকৃতি?
দেখতে দেখতে বেলা হল শেষ।
নয় তাছাড়াও. কিন্তু.
আমি আবার লিখতে পারবোনা নিজেকে।
নতুন করে কোন উপন্যাসের মত।
নিজেকে বদলাতে পারবো না ।
যেমন আমি নই হতে পারবো না।
আমি নিজেকে যেমন দেখেছি।
জীবনের এই বাস্তব আয়নাতে।
তেমনি ভাল লাগে ।
আবার একটা শান্তনা নিয়ে বাচি।
নিজেকে বার বার বদলাতে পারবো না ।
আমি বইয়ের পৃষ্ঠা নই।
এবং আমার এই আয়না ।
দেয় প্রতিদিনের হিসাব।
কি করেছি।
ভাল মন্দ ,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭বাহ্
-
শাহারিয়ার ইমন ১৭/০৪/২০১৭বেশ
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/০৪/২০১৭অস্পষ্ট লাগলো
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৪/২০১৭খুব সুন্দর।