www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহাকালের সুর

একটা রাত,
রাতের পর একটা সোনালী দিন,
একটা আলো চোখে লাগে ,
নতুন করে বাচতে শেখায়।




তোর কথা মনে হয় ,
একটা শব্দহীন রাত নামলে।
একটা নীরব সুর কানের কাছে বলে ,
কিছু একটা বলে ,


তবে কানে তালা দিলেও ,
সে সুর মনে আঘাত করে।

কি বলতে চায় সে?
কি তার সুরের কারন?
কি তার গানের কথা ?
এ মনে তো নাই ব্যাথা ।


তবু এই স্বপ্ন একটা সুর দেখে।
বার বার সেই পথে চলে ।
পথের তো শেষ নাই ।
তুমিও নাই পাশে,


কি যে কথা ,
কি যে সুর ,
বার বার জন্ম দেয় নতুন মধুর।


বার বার এই সুরের তালে।
হাড়িয়েছে সকল কবি ,মহাকালে
কে কোন জালে,
কোন জাদুতে ,কোন মায়াতে,
দু মনকে একাকার করল ।
কোন গান এই মন ধরিল?


মহাকালের সুর ,
জানি লাগে মধুর,
তবে এই আমি এই সুরের জন্য নই।
না এই সুর আমাতে হবে বিলীন।


এ সুর শুধু তোমাকেই চায়।
হে আমার প্রিয়া ,
হে আমার মনের কবি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast