কাব্যজগতে জানাই নিমন্ত্রণ
কাব্যজগতে জানাই নিমন্ত্রণ
- আব্দুল্লাহ্ আল মামুন
কাব্য জগতে এসো।
কাব্যজগতে তোমায় আমন্ত্রন।
ডাকছে তোমায় কবি গুরু ।
ডাকছে দেখো নজরুল।
কাব্য জগতে আসতে কেউ করো না ভুল।
এ জগতে পাবে তুমি সুর ।
যে সুর শুনতে মধুর।
কাব্যজগতে আসো ।
তোমায় জানাই নিমন্ত্রণ
এখানে তুমি করো ভাবনার জগত গ্রহন।
ভালবাসা পাবে তুমি অফুরন্ত ।
এখানে পাবে সুন্দর দিঘন্ত।
প্রাণ তোমার শীতল হবে।
স্বপ্নগুলো হবে জীবন্ত।
এখানে তুমি নতুন যৌবন পাবে।
পাবে যৌবনের নতুন সুর।
সব কিছুই লাগবে মধুর।
দুঃখ সেতো পালাবে।
পাল্টে যাবে সুখের রূপে।
জীবন চিনে নিবে মধু
ভুবনে সে খুঁজে পাবে জাদু।
তুমি আসবে কি ভাই।
কাব্যজগতে তোমাকে স্বাগত জানাই।
- আব্দুল্লাহ্ আল মামুন
কাব্য জগতে এসো।
কাব্যজগতে তোমায় আমন্ত্রন।
ডাকছে তোমায় কবি গুরু ।
ডাকছে দেখো নজরুল।
কাব্য জগতে আসতে কেউ করো না ভুল।
এ জগতে পাবে তুমি সুর ।
যে সুর শুনতে মধুর।
কাব্যজগতে আসো ।
তোমায় জানাই নিমন্ত্রণ
এখানে তুমি করো ভাবনার জগত গ্রহন।
ভালবাসা পাবে তুমি অফুরন্ত ।
এখানে পাবে সুন্দর দিঘন্ত।
প্রাণ তোমার শীতল হবে।
স্বপ্নগুলো হবে জীবন্ত।
এখানে তুমি নতুন যৌবন পাবে।
পাবে যৌবনের নতুন সুর।
সব কিছুই লাগবে মধুর।
দুঃখ সেতো পালাবে।
পাল্টে যাবে সুখের রূপে।
জীবন চিনে নিবে মধু
ভুবনে সে খুঁজে পাবে জাদু।
তুমি আসবে কি ভাই।
কাব্যজগতে তোমাকে স্বাগত জানাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৮/০৪/২০১৭কবি তোমাকেও স্বাগত জানাই বাংলা সাহিত্যের এই চিরচেনা গতিতে
-
মোহাম্মদ রাসেল প্রধান ০৭/০৪/২০১৭ছড়া জাতীয়?
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৪/২০১৭কাব্যজগত নির্মল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৪/২০১৭খুব সুন্দর। অনেক শুভেচ্ছা।
-
সূর্য্যিন্দুদীপ রাজ ০৭/০৪/২০১৭পড়লাম সুন্দর
কবিতার অন্তর। -
মধু মঙ্গল সিনহা ০৭/০৪/২০১৭খুব সুন্দর।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৪/২০১৭উন্নত থিমে কাজ করা এক কম্পোজিশন