এই শহুরে জীবন
এই শহুরে জীবন
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
এই যে রাস্তা,
রাস্তায় চলে যাওয়া বাসের সারি।
এই রাস্তার মাথায় ট্রাফিক জ্যাম।
একটি পথিক ,গায়ে তার নীল শার্ট
হেটে চলেছে ব্যস্ত রাস্তা ধরে।
এই মানুষের ভিরে, কোলাহল পূর্ণ শহরে
তার মনে কত স্বপ্ন,
কত স্বপ্ন কাঁধে করে হাটছে সে।
কত কিছু পেতে এসেছে শহরে।
কত কিছুই তার চাওয়া ছিল।
গ্রামের পথ ছেড়ে যখন শহরে এল।
এখন সে সব স্বপ্নরা ,
চোখেও আসে না ঘুমেও না ।
গভীর ঘুমেও তাকে চিনেনা সেই স্বপ্নগুলো
তার চোখে ভাসে না।
গ্রামীন সেই সরল দুটি চোখে,
বাসা বেধেছে শহুরে লৌহ কঠিন স্বপ্ন।
সরল সহজ স্বপ্নগুলো বিদায় নিয়েছে চোখ থেকে, মন থেকে
মনের ভাবনাতে এখন বেচে থাকার আকুতি।
রঙ্গিন স্বপ্নগুলো মিশে গেছে এই রঙ্গিন বাতিগুলোর সাথে।
এই যে পথিক ,
একদিন সরল ছিল তার গ্রাম্য জীবন।
এখন তার জীবনে নতুন একটা নাম পদবী যুক্ত হয়েছে
সে নাম পদবী হল সে বেকার।
এখন তার ছুটে চলা ।
বেচে থাকার কথা বলা,
বার বার জীবন তাকে অবহেলা করে ।
অবহেলা করে তার আপন ভাগ্য।
এই শহুরে জীবন ,
এই চলন্ত বাস ,ট্রেন,
এখানে সব কিছুই গতিময়।
থেমে থাকার কোন নিয়ম নেই।
থেমে গেলে তো মরে গেলে।
মরে যাবে তুমি এই নগরে।
দেহ থেকে প্রাণ না গেলেও মরে যাবে তুমি
মরে যাবে নিজের অস্তিত্ব থেকে।
তোমার স্বপ্ন সত্তা শেষ হবে একদিন,
তুমি আপন ভুবনে হবে মৃত।
এ শহর ,ব্যস্ত শহর ,
এই বাসের সারি ,
এই যে হাজার পথিক ,আমার তোমার মতই সবাই
এই নীল শার্টের পথিকের মতই সবাই পথ চলে।
একটি স্বপ্নকে হত্যা করে ,আরেকটি স্বপ্নের জন্ম দেয়
সেই স্বপ্নকে নিয়েই পথ চলে।
বেচে থাকে এই শহরে।
গতি থেমে গেলে ।
এই শহর ভুলে যাবে পথিককে।
ভুলে যাবে সে ছিল এই রাস্তার পথিক।
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
এই যে রাস্তা,
রাস্তায় চলে যাওয়া বাসের সারি।
এই রাস্তার মাথায় ট্রাফিক জ্যাম।
একটি পথিক ,গায়ে তার নীল শার্ট
হেটে চলেছে ব্যস্ত রাস্তা ধরে।
এই মানুষের ভিরে, কোলাহল পূর্ণ শহরে
তার মনে কত স্বপ্ন,
কত স্বপ্ন কাঁধে করে হাটছে সে।
কত কিছু পেতে এসেছে শহরে।
কত কিছুই তার চাওয়া ছিল।
গ্রামের পথ ছেড়ে যখন শহরে এল।
এখন সে সব স্বপ্নরা ,
চোখেও আসে না ঘুমেও না ।
গভীর ঘুমেও তাকে চিনেনা সেই স্বপ্নগুলো
তার চোখে ভাসে না।
গ্রামীন সেই সরল দুটি চোখে,
বাসা বেধেছে শহুরে লৌহ কঠিন স্বপ্ন।
সরল সহজ স্বপ্নগুলো বিদায় নিয়েছে চোখ থেকে, মন থেকে
মনের ভাবনাতে এখন বেচে থাকার আকুতি।
রঙ্গিন স্বপ্নগুলো মিশে গেছে এই রঙ্গিন বাতিগুলোর সাথে।
এই যে পথিক ,
একদিন সরল ছিল তার গ্রাম্য জীবন।
এখন তার জীবনে নতুন একটা নাম পদবী যুক্ত হয়েছে
সে নাম পদবী হল সে বেকার।
এখন তার ছুটে চলা ।
বেচে থাকার কথা বলা,
বার বার জীবন তাকে অবহেলা করে ।
অবহেলা করে তার আপন ভাগ্য।
এই শহুরে জীবন ,
এই চলন্ত বাস ,ট্রেন,
এখানে সব কিছুই গতিময়।
থেমে থাকার কোন নিয়ম নেই।
থেমে গেলে তো মরে গেলে।
মরে যাবে তুমি এই নগরে।
দেহ থেকে প্রাণ না গেলেও মরে যাবে তুমি
মরে যাবে নিজের অস্তিত্ব থেকে।
তোমার স্বপ্ন সত্তা শেষ হবে একদিন,
তুমি আপন ভুবনে হবে মৃত।
এ শহর ,ব্যস্ত শহর ,
এই বাসের সারি ,
এই যে হাজার পথিক ,আমার তোমার মতই সবাই
এই নীল শার্টের পথিকের মতই সবাই পথ চলে।
একটি স্বপ্নকে হত্যা করে ,আরেকটি স্বপ্নের জন্ম দেয়
সেই স্বপ্নকে নিয়েই পথ চলে।
বেচে থাকে এই শহরে।
গতি থেমে গেলে ।
এই শহর ভুলে যাবে পথিককে।
ভুলে যাবে সে ছিল এই রাস্তার পথিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী রিদওয়ান রাকিব ০৩/০৪/২০১৭প্রিয় কবি শুভেচ্ছা
-
জহির মাহমুদ ০২/০৪/২০১৭বাহ ! বেশ ....
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৪/২০১৭বাস্তব। শুভেচ্ছা।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৪/২০১৭ভালো লাগলো।
-
মধু মঙ্গল সিনহা ০২/০৪/২০১৭বাস্তব প্রেক্ষাপটে লেখা।খুব ভালো লাগলো।
-
পরশ ০২/০৪/২০১৭ভাল
-
পরশ ০২/০৪/২০১৭ভালো লাগছে