মাতাল কবি
মাতাল কবি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন -
মদের নেশাতে মাতাল কবি ।
কবি কি করে আকবে তোমার ছবি?
তুমি তো ঢং দেখিয়ে সং সেজেছো।
কবিতো রং মেখে হয়নি পাগল।
কবির আজ মাতাল মন ।
মাতাল হয়েছে পৃথিবীর গন্ধে।
পৃথিবী তাকে লোভী করেছে ।
মাতাল করেছে লোভ দেখিয়ে।
বাস্তবতার কঠিন লোভ।
কবির মনে এখন মদের গন্ধ।
নেশায় অন্তর হয়েছে বন্ধ।
বিবেক তাই কাজ করা ছেরে দিয়েছে।
সে অলস সময় নষ্ট করে।
তুমি তোমার যৌবনের ঘ্রাণ
যতই দেখাও ।
কাঁদবেনা কবির প্রাণ।
কান্নার দিন তো আসেনি
সে দিন তার প্রয়োজন নেই।
বিবেক তাকে সময় দেয় নি।
কখন ভাববে সেসব নিয়ে?
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন -
মদের নেশাতে মাতাল কবি ।
কবি কি করে আকবে তোমার ছবি?
তুমি তো ঢং দেখিয়ে সং সেজেছো।
কবিতো রং মেখে হয়নি পাগল।
কবির আজ মাতাল মন ।
মাতাল হয়েছে পৃথিবীর গন্ধে।
পৃথিবী তাকে লোভী করেছে ।
মাতাল করেছে লোভ দেখিয়ে।
বাস্তবতার কঠিন লোভ।
কবির মনে এখন মদের গন্ধ।
নেশায় অন্তর হয়েছে বন্ধ।
বিবেক তাই কাজ করা ছেরে দিয়েছে।
সে অলস সময় নষ্ট করে।
তুমি তোমার যৌবনের ঘ্রাণ
যতই দেখাও ।
কাঁদবেনা কবির প্রাণ।
কান্নার দিন তো আসেনি
সে দিন তার প্রয়োজন নেই।
বিবেক তাকে সময় দেয় নি।
কখন ভাববে সেসব নিয়ে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৩/২০১৭খাটি কথা বলেছ ভাই।
-
মধু মঙ্গল সিনহা ২৩/০৩/২০১৭খুব সুন্দর লেখা।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০৩/২০১৭এত এত.. প্রেম
আর এত বেশী
নিবেদন!
সত্যিই বিমোহিত:::