www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে দেখেছি

তোমাকে দেখেছি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
তোমাকে দেখেছি পথের ধারে।
খোলা চুলে অপরুপ তোমার মুগ্ধতা
তোমাকে দেখেছি কলেজের বারান্দায়
শহস্র শতাব্দির অসীম মুগ্ধতায়।
তোমাকে দেখেছি '
শিল্পির তুলিতে তুমি কত সুন্দর ।
কবির কবিতার মত মুগ্ধকর।।
তোমাকে দেখেছি দেবী রুপে ।
আলোকিত মন্দিরের প্রদিপে ।
দেখেছি তোমায় স্নীগ্ধ সন্ধ্যায় "
আমার ভালবাসার বারান্দায়।
দেখেছি তোমায় ভাবনার আঙ্গিনায়।
দেখেছি হিজলের ছায়ায়
এ বসুধার ছায়ায় '
যুবক প্রথিকের পথের তৃষ্ণায় ।
মরু প্রান্তরে একফালি ছায়ায়।
তোমাকে দেখেছি আমার স্বপ্নে '
দূর থেকে দেখেছি মুগ্ধ হয়ে ।
কাছে তোমার দেখেছি হতাসা'
কালো মেঘে মিশ্রিত ঘন কোয়াশা।
চারদিকে মৃত সব পাওয়ার আশাঁ।
তবু তোমাকে দেখেছি '
শান্তি পেয়েছি মনে;
যে শান্তি পায় নাবিকের দল।
সরাব পানরত যুবাদের দল।
সেই সুখ পেয়েছি আমি
তোমার চোখের চাহনিতে।
তোমার ঠোটের স্নীগ্ধতায়।
তোমার রুপের মাধুর্যতায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ৩১/০৩/২০১৭
    প্রেমিক কবিদের প্রত্যেকের একটা করে প্রেরণাদায়ী ভালোবাসার জন থাকে l এই প্রেরণা বাস্তবের কোনো নারী হতে পারে, অথবা পুরো কাল্পনিক হতে পারে l ভালোবাসার সম্পর্কটা একতরফা হতে পারে, বা mutual হতে পারে l Dante-র ছিলো Beatrice, Petrarch-er Laura, Surrey- এর Geraldine, Sydney-এর Penelope, Spenser-এর Elizabeth Boyle, Shakespeare-এর Dark Lady, সুনীল গাঙ্গুলীর নীরা -- এরকম লম্বা তালিকা হবে l সকলেই প্রেয়সীর ভালবাসার স্পর্শ পান নি l কিন্তু তাদের কবিতার প্রেরণা হয়েছে তাদের প্রেম l প্রেম যখন ধরা দেয় না, তখন platonic হয়ে স্বর্গীয় আবেশ তৈরি করে l
    অধরা প্রেম নিয়ে অনেক কবিতা হয়েছে, হবে l
    বর্তমান কবিতাটিতে কবির প্রকাশ সুন্দর l
  • মধু মঙ্গল সিনহা ২৫/০৩/২০১৭
    অনেক সুন্দর উপস্থাপনা
  • ভালো।
  • ফয়সাল রহমান ২৩/০৩/২০১৭
    খুব ভালো
  • রাবেয়া মৌসুমী ২৩/০৩/২০১৭
    উপমায়,ভাবে সুন্দর।
 
Quantcast