অচেনা এক ভালবাসা
অচেনা এক ভালবাসা
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
ভালবাসা নামের যে শব্দ ,
বার বার তোমার ছায়া হয়ে চারদিক হাটে।
আমার চারদিকে।
আমার স্বপ্নের চারদিকে।
একটা অচেনা কথা ।
গান হয়ে সুর তোলে ।
কেন জানিনা তোমার কথা মনে গেথে যায়।
বার বার স্বপ্নগুলো পথ হাড়ায়।
এই আমার অচেনা প্রেম ।
অচেনা স্বপ্নের ভালবাসা ।
তুমি কতদিন থাকবে লুকিয়ে?
বার বার কেন মনের জানালাতে তোমার স্পর্শ পাই?
আমার এই বুকে ,
তোমার নগ্ন হাতের স্পর্শ ,
বার বার পেতে চায় মন ।
তুমি আসবে কবে ?
আসবে কি কখনো বাস্তবতা হয়ে?
এই জগতে কখনো দেখিনি তোমার দেখা।
পাবো কি কোন পথে ?
কোন সন্ধ্যায় ।
তোমার দেখা,
তুমি কি শুনতে পারো ?
এই বুকের নীরব কান্না।
হে আমার না জানা ভালবাসা,
অচেনা অজানা প্রেম ।
শুনছো কি এই আওয়াজ?
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
ভালবাসা নামের যে শব্দ ,
বার বার তোমার ছায়া হয়ে চারদিক হাটে।
আমার চারদিকে।
আমার স্বপ্নের চারদিকে।
একটা অচেনা কথা ।
গান হয়ে সুর তোলে ।
কেন জানিনা তোমার কথা মনে গেথে যায়।
বার বার স্বপ্নগুলো পথ হাড়ায়।
এই আমার অচেনা প্রেম ।
অচেনা স্বপ্নের ভালবাসা ।
তুমি কতদিন থাকবে লুকিয়ে?
বার বার কেন মনের জানালাতে তোমার স্পর্শ পাই?
আমার এই বুকে ,
তোমার নগ্ন হাতের স্পর্শ ,
বার বার পেতে চায় মন ।
তুমি আসবে কবে ?
আসবে কি কখনো বাস্তবতা হয়ে?
এই জগতে কখনো দেখিনি তোমার দেখা।
পাবো কি কোন পথে ?
কোন সন্ধ্যায় ।
তোমার দেখা,
তুমি কি শুনতে পারো ?
এই বুকের নীরব কান্না।
হে আমার না জানা ভালবাসা,
অচেনা অজানা প্রেম ।
শুনছো কি এই আওয়াজ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২১/০৩/২০১৭অনুভবটা অতিশয় সৌন্দর্যবোধপূর্ণ
-
মোনালিসা ২১/০৩/২০১৭সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৩/২০১৭ভক্তিমূলক প্রেমের নিবেদিত কবিতার একটি শাখার
উপর একটা ভাল থিমে কাজ করা
একটি কম্পোজিশন.....:::::://..::::::::::::::::::::: -
মধু মঙ্গল সিনহা ২১/০৩/২০১৭খুব ভালো।
-
রাবেয়া মৌসুমী ২১/০৩/২০১৭ভুল আছে,