গরম চায়ের প্রেম
গরম চায়ের প্রেম
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
চায়ের কাপটা হাতে নিতেই ,
তোমার ছবি মনে ফিরে এলো।
তোমার হাসিমাখা গম্ভীর মুখখানা ।
মনের ভিতর করল হানা ।
স্মৃতিগুলো হামাগুরি দিয়ে দিয়ে ,
শরীরের কাছে আসতে আসতে,
মনের ভিতর ডুকে গেল।
স্মৃতিগুলো বড্ড বেহায়া ।
শান্তিতে থাকতে দেয় না।
বার বার মনে আঘাত করে ,
সেই সন্ধ্যার কথা মনে হয়।
মনে হয় না ,
করতে চাই না ।
বেহায়া স্মৃতিগুলো মনের দরজাতে ধাক্কা মারে।
চা যখন ঠোটে লাগালাম।
তখন হঠাৎ মনে হল ,
এমন চা তুমিও দিয়েছিলে ।
কত শান্তি করে পান করেছিলাম।
সেই সুখ ভুলতে পারি কি?
তোমার ঠোটের সেই হাসি ,
আমার ঠোটে তোমার ঠোটের স্পর্শ।
এই হাতে তোমার হাত।
চোখে চোখ রেখে কত কথা হয়েছিল।
এই আদরের মতই তোমার স্পর্শ ।
ওপার দুনিয়ার সকল সুখ।
এই আমাতে হয়েছিল বিলীন ।
সেই সন্ধ্যাতে।
তোমাতে আমাতে মিলে হল একাকার।
হল এক স্বপ্ন।
কত কিছু ভাবছিলাম ।
চায়ের টেবিলে বসে।
তুমি হেসে হাতটা ধরলে।
বললে কত কিছু ।
মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছি ।
আজ চা খেতে খেতে।
তোমার স্মৃতিগুলো আক্রমন করেছে আমাকে।
মনে তোমার নাম আবার গেথে দিলো সে।
মুছতে দিতে চায় না সে।
কি করি বল?
চা খাওয়া ছেড়ে দিবো কি?
চা খেলেই তোমাকে দেখি চায়ের কাপে।
প্রতিটা চুমুক চায়ে।
কি করি ,
বলে যাও এসে।
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
চায়ের কাপটা হাতে নিতেই ,
তোমার ছবি মনে ফিরে এলো।
তোমার হাসিমাখা গম্ভীর মুখখানা ।
মনের ভিতর করল হানা ।
স্মৃতিগুলো হামাগুরি দিয়ে দিয়ে ,
শরীরের কাছে আসতে আসতে,
মনের ভিতর ডুকে গেল।
স্মৃতিগুলো বড্ড বেহায়া ।
শান্তিতে থাকতে দেয় না।
বার বার মনে আঘাত করে ,
সেই সন্ধ্যার কথা মনে হয়।
মনে হয় না ,
করতে চাই না ।
বেহায়া স্মৃতিগুলো মনের দরজাতে ধাক্কা মারে।
চা যখন ঠোটে লাগালাম।
তখন হঠাৎ মনে হল ,
এমন চা তুমিও দিয়েছিলে ।
কত শান্তি করে পান করেছিলাম।
সেই সুখ ভুলতে পারি কি?
তোমার ঠোটের সেই হাসি ,
আমার ঠোটে তোমার ঠোটের স্পর্শ।
এই হাতে তোমার হাত।
চোখে চোখ রেখে কত কথা হয়েছিল।
এই আদরের মতই তোমার স্পর্শ ।
ওপার দুনিয়ার সকল সুখ।
এই আমাতে হয়েছিল বিলীন ।
সেই সন্ধ্যাতে।
তোমাতে আমাতে মিলে হল একাকার।
হল এক স্বপ্ন।
কত কিছু ভাবছিলাম ।
চায়ের টেবিলে বসে।
তুমি হেসে হাতটা ধরলে।
বললে কত কিছু ।
মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছি ।
আজ চা খেতে খেতে।
তোমার স্মৃতিগুলো আক্রমন করেছে আমাকে।
মনে তোমার নাম আবার গেথে দিলো সে।
মুছতে দিতে চায় না সে।
কি করি বল?
চা খাওয়া ছেড়ে দিবো কি?
চা খেলেই তোমাকে দেখি চায়ের কাপে।
প্রতিটা চুমুক চায়ে।
কি করি ,
বলে যাও এসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৪/২০১৭সুন্দর।
-
মোনালিসা ২১/০৩/২০১৭জোশ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৩/২০১৭প্রেম, বিরহ, নিবেদনের এক অনন্য সংমিশ্রন::
যা আবেগ তাড়িত করে পাঠক
:::::::::::হৃদয়কে..........::::::::::::::::::::::: -
রাবেয়া মৌসুমী ২১/০৩/২০১৭প্রিয় হারানোর ব্যথা ,ভালোই।
-
ফয়সাল রহমান ২০/০৩/২০১৭ভালো