www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুজিবের বাংলাদেশ

এ দেশ ,
মুজিবের বাংলাদেশ।
এ দেশ হাজার, লক্ষ শহীদের দেশ
এ দেশ,
গরীব ,অসহায় , কৃষকের সবুজ বাংলাদেশ
এ দেশ,
অমর একুশের স্বপ্নে গাঁথা ,
ভাষা শহীদদের দেশ।
যারা ভাষার জন্য জীবন দিয়েছে।
এ দেশ ।
বীর সৈনিকদের ,
শহীদ ,গাজী ,আর বীরের দেশ।
এ দেশ লক্ষ কোটি সালামের ।
লক্ষ কোটি বরকতের।
বিদ্রোহী সেই সৈনিকের ,
যে সৈনিকের রক্ত কথা বলে।
দেশের কথা বলে।
মাটির কথা বলে।
দেশের তরে যে প্রাণ বিলীন হয়।
এই দেশ সেই শাহসী সেনার।
যে প্রাণ শহীদ হয়েছে একাত্তরে।
সে বিদ্রোহী প্রানের দেশ।
এ দেশ লক্ষ কোটি জনতার।
এ দেশ আমার ,
এ দেশ তোমার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast