শীতের শেষে সবার বসন্ত আসে না
তোমার সাথে যদি বসন্তে হঠাৎ দেখা হয়ে যায়...
তুমি কি মুখ ফিরিয়ে নেবে?
চলে যাবে চির অচেনা হয়ে, পূবের কুয়াশার ধোঁয়ার মতো অদৃশ্য হবে?
তোমার শহরের বসন্তের হাওয়া কি আমার শহরে বইবে না?
আমরা কি বসন্তের ডাকে সাড়া দিয়ে ভোরের কোকিলের ডাক শিশির ভেজা ঘাঁসে হাটতে হাটতে শুনব না?
ধোঁয়া ওঠা চায়ের কাপে দু'জন মুখোমুখি বসব না?
সারাদিন অচিনপুর ঘুঁরে ক্লান্ত শরীর নিয়ে আমার কাঁধে মাথা রেখে একটু শান্তির পরম আশ্রয় খুঁজবে না?
তুমি কি মুখ ফিরিয়ে নেবে?
চলে যাবে চির অচেনা হয়ে, পূবের কুয়াশার ধোঁয়ার মতো অদৃশ্য হবে?
তোমার শহরের বসন্তের হাওয়া কি আমার শহরে বইবে না?
আমরা কি বসন্তের ডাকে সাড়া দিয়ে ভোরের কোকিলের ডাক শিশির ভেজা ঘাঁসে হাটতে হাটতে শুনব না?
ধোঁয়া ওঠা চায়ের কাপে দু'জন মুখোমুখি বসব না?
সারাদিন অচিনপুর ঘুঁরে ক্লান্ত শরীর নিয়ে আমার কাঁধে মাথা রেখে একটু শান্তির পরম আশ্রয় খুঁজবে না?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৯/০৮/২০২১আবেগঘন লেখা।