মান্দিবালা নাচে
কর্ণঝোরায় মান্দিবালা নাচে জলের মাঝেরে
পায়ের তলায় ছন্দ পেয়ে নুঁড়ি পাথর বাজেরে।।
দলে দলে নেচে চলে প্রজাপতি ঘাসেরে
সাদা জলে পা ভিজিয়ে খিল খিলিয়ে হাসেরে
কালো চুলে জংলি ফুলে বাহারি সাজ সাজেরে ।।
একেঁবেঁকে চপল ঝুরা ঝির ঝিরিয়ে চলেরে
তালে তালে তাল মিলিয়ে নাচে সবাই দলেরে
পাহাড়ও তাই নেচে ওঠে তাদের নাচের ভাঁজেরে ।।
পায়ের তলায় ছন্দ পেয়ে নুঁড়ি পাথর বাজেরে।।
দলে দলে নেচে চলে প্রজাপতি ঘাসেরে
সাদা জলে পা ভিজিয়ে খিল খিলিয়ে হাসেরে
কালো চুলে জংলি ফুলে বাহারি সাজ সাজেরে ।।
একেঁবেঁকে চপল ঝুরা ঝির ঝিরিয়ে চলেরে
তালে তালে তাল মিলিয়ে নাচে সবাই দলেরে
পাহাড়ও তাই নেচে ওঠে তাদের নাচের ভাঁজেরে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Fantastic..
-
ন্যান্সি দেওয়ান ১০/০৫/২০২০Bah...