ওগো গীতিকার
ও গীতিকার,দাও উপহার,মিষ্টি একটি গান
ও সুরকার,দাও উপহার,মধুর একটি গান।।
যে-গানের সুরে জড়িয়ে থাকে মাটির সুধা গন্ধ
গানের কথায় মনটা দোলায় কবিতায় স্বর ছন্দ
গানে গানে দাও আনন্দ গানেই দাও নদীর প্রাণ॥
(লাখ শহীদের আত্নদানে ঝরছে সতেজ প্রাণ
শোষণ থেকে মুক্ত হবার যুদ্ধ জয়ের গান)
আট ফাগুনের সেই রাজপথে শোনাও অমর ঐ সুর
বারো চৈত্রের হানাদারের নির্মম কালরাত্রী-ভোর
পহেলা পৌষে হায়েনা কাঁদে হাসে বাংগালীর জান।।
ও সুরকার,দাও উপহার,মধুর একটি গান।।
যে-গানের সুরে জড়িয়ে থাকে মাটির সুধা গন্ধ
গানের কথায় মনটা দোলায় কবিতায় স্বর ছন্দ
গানে গানে দাও আনন্দ গানেই দাও নদীর প্রাণ॥
(লাখ শহীদের আত্নদানে ঝরছে সতেজ প্রাণ
শোষণ থেকে মুক্ত হবার যুদ্ধ জয়ের গান)
আট ফাগুনের সেই রাজপথে শোনাও অমর ঐ সুর
বারো চৈত্রের হানাদারের নির্মম কালরাত্রী-ভোর
পহেলা পৌষে হায়েনা কাঁদে হাসে বাংগালীর জান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Excellent ..