মোবাইল
মোবাইল
আল-আমিন মোড়ল
মোবাইল একটা যন্ত্র মাত্র কদর টা তার বেশী,
ছেলে মেয়ে যদি করে ভালবাসা বাসি।
ভালবাসার নামে তারা কথা বলে যায়,
অনর্থক মোবাইলের খরচটা বাড়ায়।
এমন ভাবে কথা বলে যেন টাকা লাগে না,
টাকা দিয়ে কথা কিনে মন তো মিলে না।
আগে ছিল সত্যি প্রেম মোবাইল লাগতোনা,
প্রেমের নামে মোবাইলে চলে ছলনা।
ছেলে মেয়ে নষ্ট হওয়ার কারন খুজলে,
প্রমান হবে করে এইসব দোষী মোবাইলে।
মোবাইলে তো নষ্ট করে ছেলে মেয়ের মন,
মোবাইল থেকে দূরে থাকব এইটা মোদের পন।
আল-আমিন মোড়ল
মোবাইল একটা যন্ত্র মাত্র কদর টা তার বেশী,
ছেলে মেয়ে যদি করে ভালবাসা বাসি।
ভালবাসার নামে তারা কথা বলে যায়,
অনর্থক মোবাইলের খরচটা বাড়ায়।
এমন ভাবে কথা বলে যেন টাকা লাগে না,
টাকা দিয়ে কথা কিনে মন তো মিলে না।
আগে ছিল সত্যি প্রেম মোবাইল লাগতোনা,
প্রেমের নামে মোবাইলে চলে ছলনা।
ছেলে মেয়ে নষ্ট হওয়ার কারন খুজলে,
প্রমান হবে করে এইসব দোষী মোবাইলে।
মোবাইলে তো নষ্ট করে ছেলে মেয়ের মন,
মোবাইল থেকে দূরে থাকব এইটা মোদের পন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১৭/০২/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫welcame
-
সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫khub khub valo
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০২/২০১৫আসরে সাদর সম্ভাসন। সু-স্বাগতম। প্রথম লেখা। ভালো লিখেছেন। চালিয়ে যান।
কবিতা ভালো লেগেছে।