আত্মা শুদ্ধি
দেবতাকে কভূ করিনি প্রণাম
যাইনি কখনও নামাজে,
যেথায় বাঁধা মসজি, মন্দির
থাকবো না সে সমাজে।
আত্মাকে শুধু স্বত্তার কাছে
করেছি আজি সমর্পন,
হিংসা পড়েছে ধূলায় লুটিয়ে
বুকে ঈমানী বীজ বপন।
মসজিদ, মন্দির মানুষের গড়া
প্রভূকে সেখানে নয়,
মনের পশুত্ব ধ্বংস কর
পাবে তাঁর পরিচয়।
মনের আকাশেে কালো মেঘ জমা
পাপকে কর ভয়,
হৃদয়ে থাকেন মহান প্রভূ
সে যে আসল উপাসনালয়।
জাতির কাছে জাগ্রত চিত্তে
জানাই অমরবানী,
কলহকারীরা গড়েনি সমাজ
ধ্বংস দিয়েছে আনি।
প্রীতিও প্রেমের চির বন্ধনে
গড়বো সূখের ঘর,
আজীবন রবে ভ্রাতৃত্ববোধ
হবে না কেহই পর।
কতোযুগ কাল এভাবে চলিবে
কে করিবে তা খন্ড,
সমাজের বুকে বাস করে যতো
অত্যাচারী আর ভন্ড।
যাইনি কখনও নামাজে,
যেথায় বাঁধা মসজি, মন্দির
থাকবো না সে সমাজে।
আত্মাকে শুধু স্বত্তার কাছে
করেছি আজি সমর্পন,
হিংসা পড়েছে ধূলায় লুটিয়ে
বুকে ঈমানী বীজ বপন।
মসজিদ, মন্দির মানুষের গড়া
প্রভূকে সেখানে নয়,
মনের পশুত্ব ধ্বংস কর
পাবে তাঁর পরিচয়।
মনের আকাশেে কালো মেঘ জমা
পাপকে কর ভয়,
হৃদয়ে থাকেন মহান প্রভূ
সে যে আসল উপাসনালয়।
জাতির কাছে জাগ্রত চিত্তে
জানাই অমরবানী,
কলহকারীরা গড়েনি সমাজ
ধ্বংস দিয়েছে আনি।
প্রীতিও প্রেমের চির বন্ধনে
গড়বো সূখের ঘর,
আজীবন রবে ভ্রাতৃত্ববোধ
হবে না কেহই পর।
কতোযুগ কাল এভাবে চলিবে
কে করিবে তা খন্ড,
সমাজের বুকে বাস করে যতো
অত্যাচারী আর ভন্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ১১/১২/২০১৮কবিতার জন্য নয়, ভাবাবেগ প্রকাশের জন্য কর্নিশ করি শতবার।
-
দীপক কুমার সরকার ০৯/১২/২০১৮এরকম একটা কবিতা লেখার জন্য ধন্যবাদ কবি। একথা যদি সবাই বুঝতে পারত তাহলে আমরা নিজেদের মানুষ বলতে পারতাম।
-
রাহুল শীল(হুসবসার) ০৯/১২/২০১৮চমৎকার