নির্ভয়ে তুমি চলো
আকাশপানে চেয়ে তুমি থাকবে।
দুর্নিবার ওই চাদটুকোর মাঝে হাড়িয়ে যেতে চাইবে।
কেউ তোমাকে পিছু হটাবে না,
তুমি চল,নির্ভয়ে তুমি চল।
জ্যোছনাগুলো চাইবে তোমায় হতে তাহার সঙ্গী, তুমি হও, নির্ভয়ে তুমি হও।
কেউ তোমাকে পিছু হটাবে না।
তবে দেখো পিছু ফিরবে না কিন্তু,পিছনে ফিরে করবে না আমায় অজানা মায়ায় লিপ্ত।
তুমি চল, নির্ভয়ে তুমি চল।
কী? তুমি পারবে না, পারবে তুমি পারবে, এগিয়ে যাওয়ার অভ্যাস আছে যার, কিছুই নাহি পরাজয় করিবে তাহার।
তুমি চলো, নির্ভয়ে তুমি চলো।
দুর্নিবার ওই চাদটুকোর মাঝে হাড়িয়ে যেতে চাইবে।
কেউ তোমাকে পিছু হটাবে না,
তুমি চল,নির্ভয়ে তুমি চল।
জ্যোছনাগুলো চাইবে তোমায় হতে তাহার সঙ্গী, তুমি হও, নির্ভয়ে তুমি হও।
কেউ তোমাকে পিছু হটাবে না।
তবে দেখো পিছু ফিরবে না কিন্তু,পিছনে ফিরে করবে না আমায় অজানা মায়ায় লিপ্ত।
তুমি চল, নির্ভয়ে তুমি চল।
কী? তুমি পারবে না, পারবে তুমি পারবে, এগিয়ে যাওয়ার অভ্যাস আছে যার, কিছুই নাহি পরাজয় করিবে তাহার।
তুমি চলো, নির্ভয়ে তুমি চলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৫/২০২০অনবদ্য উপস্থাপন।
-
গাজী তারেক আজিজ ১৩/০৫/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০Awesome,