বাতাস
বইছে হাওয়া নিজের আপন
আলয়ে, নেই কোন উদ্ভাস।
শান্তি সুখের গ্লানি নিয়ে, প্রশান্তির আবরনে, দ্বৈরথ ছুটচে তাহা ব্যাকুলতার উদ্যানে।
আমি চাই হারিয়ে যেতে তোমারি এই আলয়ে।
জগতের এই অবলায় প্রাঙ্গনে তুমি তার রেখাকে করেছো শুভদ,তুমি তার রেখাকে করেছো মুক্ত।
তোমার এই অধরা আগমনের আহবানে কেউ খুজে পায় স্নিগ্ধ প্রয়াস।
অনুভুতির ক্ষ্রান্তি ঘেরায়,, সবুজের এই বাতায়নে বহুজন খুজে পায় শান্তির আভাস।
সর্বক্ষণ থাকিও তুমি এই অভাগার পাশে এই মিনতি তোমার কাছে হে চিরচেনা বাতাশ।
আলয়ে, নেই কোন উদ্ভাস।
শান্তি সুখের গ্লানি নিয়ে, প্রশান্তির আবরনে, দ্বৈরথ ছুটচে তাহা ব্যাকুলতার উদ্যানে।
আমি চাই হারিয়ে যেতে তোমারি এই আলয়ে।
জগতের এই অবলায় প্রাঙ্গনে তুমি তার রেখাকে করেছো শুভদ,তুমি তার রেখাকে করেছো মুক্ত।
তোমার এই অধরা আগমনের আহবানে কেউ খুজে পায় স্নিগ্ধ প্রয়াস।
অনুভুতির ক্ষ্রান্তি ঘেরায়,, সবুজের এই বাতায়নে বহুজন খুজে পায় শান্তির আভাস।
সর্বক্ষণ থাকিও তুমি এই অভাগার পাশে এই মিনতি তোমার কাছে হে চিরচেনা বাতাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৫/২০২০বাতাসের কাছে মিনতি।
-
ফয়জুল মহী ১২/০৫/২০২০ভীষণ ভালো লাগলো লেখা .