www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেনো তুমি ভাবো আমি নেই

কেনো তুমি ভাবো আমি নেই?
আমি তো আছি তোমার বুকের হৃৎকম্পনে,
আমি তো তোমার থেকে খুব দূরে নয়,
তবুও কেনো তুমি আমাকে দূরে দূরে খোঁজো?

যদি তুমি ভাবো আমি আছি,
আমি তো ঠিকই থাকি তোমার ভাবনার দুয়ারে,
যদি তুমি খুঁজতে যাও দূর ভবিষ্যতের ভাজে
তবে তুমি খুঁজে পাবে এক বুক বেদনার নীল।

যদি তুমি ভাবো আমি তোমার,
আমি তো তোমার হয়েই রবো চিরদিন
যদি তুমি আমাকে রেখে দাও বুকে
কখনো ভাঙবে না তোমার বুকের প্রেম-মন্দির।

কেনো তুমি আমাকে করো না গ্রহণ,
কেনো বোঝো না আমার চোখের ভাষা,
আমি যে তোমার প্রেমের চিরনবীন পূজারি
কী সাধ্য আমার তোমাকে ছেড়ে যাবো আমি।

©আলমগীর কাইজার
১৬.০৭.২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০১৮

মন্তব্যসমূহ

 
Quantcast