কোপা আমেরিকাঃ আর্জেন্টিনা না ব্রাজিল
সার্বিক পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে আবার সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে ব্রাজিলের পক্ষে। এর আগে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিলের ১০ বার দেখা হয়েছে তারমধ্যে ৮ বারই শেষ হাসিটা হেসেছে আর্জেন্টিনা আর ব্রাজিল মাত্র ২ বার। তবে আমিসহ ব্রাজিল সমর্থকদের আশার কথা হল শেষ ২ বারই ব্রাজিল জিতেছে। তবে কোন পরিসংখ্যান বা ইতিহাসটি এবার হাসবে সেটা ১১ তারিখই সমাধান হবে ও সাথে সাথে আমাদের মধ্যে হয়ে যাওয়া বাকযুদ্ধেরও সমাপ্তি ঘটবে। শুভকামনা রইল দুই দল ও দুই দলের সমর্থকদের জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৫/০৯/২০২১বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৭/২০২১আর্জেন্টিনার জয়
নেই কোন ভয়। -
সাইয়িদ রফিকুল হক ১০/০৭/২০২১খেলা খুব সামান্য বিষয়।