রোজায় করনীয়
আপনি কি রামাদ্বানের ৩০ দিনে ৬০টি রোযা রাখতে পারবেন? উত্তর হলো ডাবল সিয়াম পালন করা না গেলেও ডাবল সিয়ামের সওয়াব লাভ করা যেতে পারে! আর সেটা হলো নিজে রোযা রাখার পাশাপাশি অন্য কোনো সিয়াম পালনকারীকে ইফতার করানোর মাধ্যমে।
সাহাবা-তাবেঈগণ রামাদ্বান শুরুর আগেই অসহায় লোকদের দান-সাদাকা করতেন, যেন তারা নির্বিঘ্নে সওম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন।
করোনা মহামারীর প্রাদুর্ভাবে এ বছর স্বল্প আয়ের মানুষগুলো আরো বেশি অসহায়।
তাই এইবার অসহায় খেটে খাওয়া মানুষ দের। বা কর্মহীন মধ্যেবিত্ত দের মাঝে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ান। ছোলা,মুড়ি,খেজুর, চিড়া, চাল ইত্যাদি দিয়ে পাশে থাকুন।
আরেকটা বিষয় আল্লাহ তায়ালা আপনার দানের পরিমাণ এর চেয়ে আপনার অন্তরে নিয়ত কে বেশি মূল্যায়ন করেন। তাই চেষ্টা করবেন দান গোপনে
করার।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সম পরমিাণ সওয়াব পাবে; সিয়াম পালনকারীর সওয়াবে একটুও কমানো হবে না। (তিরমিযী ও ইবনে মাজাহ)
আল্লাহ আমাদের সবাই রমজানের হক আদায় করার। তাওফিক দান করুন। আমিন।
সাহাবা-তাবেঈগণ রামাদ্বান শুরুর আগেই অসহায় লোকদের দান-সাদাকা করতেন, যেন তারা নির্বিঘ্নে সওম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন।
করোনা মহামারীর প্রাদুর্ভাবে এ বছর স্বল্প আয়ের মানুষগুলো আরো বেশি অসহায়।
তাই এইবার অসহায় খেটে খাওয়া মানুষ দের। বা কর্মহীন মধ্যেবিত্ত দের মাঝে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ান। ছোলা,মুড়ি,খেজুর, চিড়া, চাল ইত্যাদি দিয়ে পাশে থাকুন।
আরেকটা বিষয় আল্লাহ তায়ালা আপনার দানের পরিমাণ এর চেয়ে আপনার অন্তরে নিয়ত কে বেশি মূল্যায়ন করেন। তাই চেষ্টা করবেন দান গোপনে
করার।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সম পরমিাণ সওয়াব পাবে; সিয়াম পালনকারীর সওয়াবে একটুও কমানো হবে না। (তিরমিযী ও ইবনে মাজাহ)
আল্লাহ আমাদের সবাই রমজানের হক আদায় করার। তাওফিক দান করুন। আমিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ২০/০৬/২০২১সুন্দর লিখেছেন
-
সেলিম রেজা সাগর ১৩/০৪/২০২১আন্তরিক ধন্যবাদ
-
আব্দুর রহমান আনসারী ১২/০৪/২০২১তথ্যসমৃদ্ধ সময়োপযোগী আবেদন। কয়েকটি বানান বিভ্রাট আছে।
-
রেদোয়ান আহমেদ ১২/০৪/২০২১দারুন তথ্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৪/২০২১আসছে রোজার মাস
কাজ করতে হবে খাস,
রোজার গুরুত্ব
জীবনের তাৎপর্য। -
ফয়জুল মহী ০৯/০৪/২০২১অসাধারণ অভিব্যক্তি অনুপম প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৪/২০২১রোজার প্রকৃত শিক্ষা জাগ্রত হোক সকল মুমীনের হৃদয়ে।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০৪/২০২১আল্লাহ্ আমাদেরকে রোযায় বেশি বেশি ইবাদত করার তাওফিক দান করুণ।আমিন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৪/২০২১nice post!!