পঞ্চপান্ডবেই ভরসা বাংলাদেশ
২০১৫ সালের বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেটের মূল ভারসা হয়ে দাড়িয়েছে তামিম , সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ আর তাদের বস মাশরাফি বিন মুর্তজা। প্রতিটি ম্যাচে কোন না কোন ভাবে এই পাঁচজনের যে কোন একজন অবদান রাখছেন।গত বিশ্বকাপের পর অনেক উদীয়মান খেলোয়ার টিমে এসে কয়েক ম্যাচ ভাল খেলে আবার হারিয়ে গেছে পাদপ্রদীপের আড়ালে। আগামী বিশ্বকাপেও বাংলাদেশ এই পঞ্চপান্ডবের উপর নির্ভরশীল।এই পঞ্চপান্ডবের অবসরের পর বাংলাদেশের ক্রিকেটের কি হবে তা নিয়ে ক্রিকেটবোদ্ধারা চিন্তিত। বাংলাদেশ পাইপলাইন থেকে ভাল ভাল খেলোয়ার উঠে এসে কয়েকটি ম্যাচ ভাল খেলে কেন যে তারা হারিয়ে যায় এটাই বোধগাম্য। ক্রিকেট পাগল একজন মানুষ হয়ে একটাই ভাবনা এই পঞ্চপান্ডব দিয়ে আর কতদিন?এদের তো শেষ আছে। বাংলাদেশে কি আর সাকিব,মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ তৈরি করতে পারবেনা? মাশরাফির মত যোগ্য কাপ্তান তৈরি হবে না বাংলাদেশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২২/০৮/২০১৮চরম বাস্তবতা
-
... ৩০/০৭/২০১৮আমাদের দেশে রাজনীতি একজন নেতা কখনোই তার দলের আরেক কর্মীকে নেতা হওয়ার সুযোগ দেয় না। আমাদের খেলাধুলার অঙ্গনেও তার ছায়া দেখা যায়। নতুনদের সুযোগ না দিলে, পঞ্চপাণ্ডবের পর হয়তো আবার অন্ধকারে যাবে। তবে, আমি আশাবাদী। আমাদের দেশে অনেক আশা জাগানিয়া খেলোয়ার আছে। শুধু সুযোগের প্রয়োজন। এ যেন কাটার মাস্টার মোস্তাফিজ উঠে এলো, এভাবেই আরো সাকিব, তামিম, মর্তুজা উঠে আসবে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৭/২০১৮দারুন লিখেছেন।