হাওড় ডুবছে তারা দেখতে গিয়েছেন নায়াগ্রা জলপ্রপাত
এই তারা কারা বা কারায় দেখতে গিয়েছেন নায়াগ্রা জলপ্রপাত? সবার মনে হয়ত প্রশ্ন জাগছে? এই তারা হল হাওড় ও জলভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জন এবং পানিসম্পদ মন্ত্রনালয়ের পাঁচ কর্মকর্তা যাদের থাকার কথা আজ হাওড় এলাকার হতদরিদ্র মানুষের পাশে আর তারা আজ এই জনগনের টাকায় ভ্রমনে আছেন। উত্তরাঞ্চলের হাওড়গুলো ডুবছে, হাওড়ের হাজার হাজার মন ধান নষ্ট হচ্ছে, কোটি টাকার মাছ মরে যাচ্ছে আর তারা নায়াগ্রা জলপ্রপাত পাড়ে পিকনিক করছে। কোথায় এদের নৈতিকতা আর দায়িত্ববোধ? স্বাভাবিকভাবে সরকারের উপর আঙুল ওঠে কিন্তু সরকারের কিবা দোষ? যার যার দায়িত্ব সে যদি পালন না করে তাহলে কি আর করার আছে? সরকারের একটি কাজ করার আছে সেটা হল ঘুষ প্রথা বন্ধ করে সৎ ও নিষ্ঠাবান জনবল নিয়োগ দেওয়া যারা দেশের জন্য কাজ করবে নিজের জন্য নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৫/২০১৭অপ্রতিম।
-
রাজা অধিকারী ২৯/০৪/২০১৭খুব সুন্দর লিখেছেন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৪/২০১৭অবক্ষয়,
নৈতিকতার অবক্ষয়!!!