www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ কি একজন মায়ের প্রাপ্য

"দয়া করে একটি মায়ের করুন কাহিনীটি পড়ুন"

মা বাবা তাদের সন্তানদের লালন পালন করে কি জন্যে? অবশ্যয় বলবেন বৃদ্ধ বয়সে যাতে করে মা বাবাকে দেখতে পারে। কিন্তু একজন বাবা মা কিন্তু এ জন্য লালন পালন করে না করে শুধু তাদের সন্তান যেন ভাল মানুষ হয়। কিন্তু ভাল মানুষ হওয়ার একটি বৈশিষ্ট তো মা বাবাকে দেখাশুনা করাও সেটা শুধু বৃদ্ধ বয়ষে নয় সারাজীবনের জন্য। কিন্তু যখন সন্তান সেই কাজটি না করে তাহলে এই বাবা মা শেষ বয়সে কোথায় যাবে বলুন তো? এমন একটি ঘটনা ঘটল আজ ফরিদপুরের মধুখালী থানায়। একজন বৃদ্ধ মা শেষ পর্যন্ত তার ছেলের বিরুদ্ধে আদালতে এসে ভরনপোষনের মামলা করেছেন। সেলিম সর্দার নামের কুলাঙ্গার ছেলেটি বাবা মাকে ভরনপোষন দিবেন বলে গত জানুয়ারীতে বাবা মার কাছ থেকে শেষ সম্বল বসতভিটা লিখে নিয়ে শেষ পর্যন্ত ভরনপোষন না দেওয়ায় এ পন্থা বেছে নেয় তার ৬৫ বছরের বৃদ্ধা মা। আমরা ধিক্কার জানাই এ সকল সন্তানতের যারা কিনা তাদের বাবা মাকে অনাহারে রেখে নিজেরা আহার করে, যারা ভুলে যায় তারাও একদিন বৃদ্ধ হবে।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast