এ কি একজন মায়ের প্রাপ্য
"দয়া করে একটি মায়ের করুন কাহিনীটি পড়ুন"
মা বাবা তাদের সন্তানদের লালন পালন করে কি জন্যে? অবশ্যয় বলবেন বৃদ্ধ বয়সে যাতে করে মা বাবাকে দেখতে পারে। কিন্তু একজন বাবা মা কিন্তু এ জন্য লালন পালন করে না করে শুধু তাদের সন্তান যেন ভাল মানুষ হয়। কিন্তু ভাল মানুষ হওয়ার একটি বৈশিষ্ট তো মা বাবাকে দেখাশুনা করাও সেটা শুধু বৃদ্ধ বয়ষে নয় সারাজীবনের জন্য। কিন্তু যখন সন্তান সেই কাজটি না করে তাহলে এই বাবা মা শেষ বয়সে কোথায় যাবে বলুন তো? এমন একটি ঘটনা ঘটল আজ ফরিদপুরের মধুখালী থানায়। একজন বৃদ্ধ মা শেষ পর্যন্ত তার ছেলের বিরুদ্ধে আদালতে এসে ভরনপোষনের মামলা করেছেন। সেলিম সর্দার নামের কুলাঙ্গার ছেলেটি বাবা মাকে ভরনপোষন দিবেন বলে গত জানুয়ারীতে বাবা মার কাছ থেকে শেষ সম্বল বসতভিটা লিখে নিয়ে শেষ পর্যন্ত ভরনপোষন না দেওয়ায় এ পন্থা বেছে নেয় তার ৬৫ বছরের বৃদ্ধা মা। আমরা ধিক্কার জানাই এ সকল সন্তানতের যারা কিনা তাদের বাবা মাকে অনাহারে রেখে নিজেরা আহার করে, যারা ভুলে যায় তারাও একদিন বৃদ্ধ হবে।
মা বাবা তাদের সন্তানদের লালন পালন করে কি জন্যে? অবশ্যয় বলবেন বৃদ্ধ বয়সে যাতে করে মা বাবাকে দেখতে পারে। কিন্তু একজন বাবা মা কিন্তু এ জন্য লালন পালন করে না করে শুধু তাদের সন্তান যেন ভাল মানুষ হয়। কিন্তু ভাল মানুষ হওয়ার একটি বৈশিষ্ট তো মা বাবাকে দেখাশুনা করাও সেটা শুধু বৃদ্ধ বয়ষে নয় সারাজীবনের জন্য। কিন্তু যখন সন্তান সেই কাজটি না করে তাহলে এই বাবা মা শেষ বয়সে কোথায় যাবে বলুন তো? এমন একটি ঘটনা ঘটল আজ ফরিদপুরের মধুখালী থানায়। একজন বৃদ্ধ মা শেষ পর্যন্ত তার ছেলের বিরুদ্ধে আদালতে এসে ভরনপোষনের মামলা করেছেন। সেলিম সর্দার নামের কুলাঙ্গার ছেলেটি বাবা মাকে ভরনপোষন দিবেন বলে গত জানুয়ারীতে বাবা মার কাছ থেকে শেষ সম্বল বসতভিটা লিখে নিয়ে শেষ পর্যন্ত ভরনপোষন না দেওয়ায় এ পন্থা বেছে নেয় তার ৬৫ বছরের বৃদ্ধা মা। আমরা ধিক্কার জানাই এ সকল সন্তানতের যারা কিনা তাদের বাবা মাকে অনাহারে রেখে নিজেরা আহার করে, যারা ভুলে যায় তারাও একদিন বৃদ্ধ হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনন্ত গোস্বামী ২৭/০৪/২০১৭এই ঘটনা তো ঘটছেই। আর একটি ঘটনার কথা বলি যেখানে ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে দেশে ফিরে মাকে বলে তুমি আমার সাথে বিদেশ চল আর এখানে তো কেউ নেই কে দেখবে সব সম্পত্তি । তাই সব কিছু বিক্রি করে দাও। মা সেই মত সব বিক্রি করে ছেলের সাথে বিমান বন্দরে পৌঁছায়। মাকে একটা জায়গায় বসিয়ে ছেলে বলে তুমি বস প্লেন ছাড়তে ঘণ্টা খানেক বাকি আছে আমি একটু আসছি। এই বলে মাকে বসিয়ে রেখে ছেলে বিদেশে পাড়ি দেয়। সেই মায়ের ভিক্ষা করা ছাড়া আর তো কোনও উপায় রইল না এবং তার মাথার ওপর ছাদ ও রইল না । ভাবুন তো কতটা অমানবিক।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ২১/০৪/২০১৭বাস্তবিক
-
দীপঙ্কর বেরা ২১/০৪/২০১৭বেশ
-
পরশ ১৯/০৪/২০১৭আসলেই সত্য
-
খায়রুল আহসান ১৮/০৪/২০১৭এরা মানুষ নামের কলঙ্ক!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/০৪/২০১৭লেখকের জন্য রইল শুভেচ্ছা আর
ঐসব কুলাঙ্গারদের (ছেলেদের) জন্য রইল ধিক্কার! -
আব্দুল হক ১৭/০৪/২০১৭আপনি সুন্দর সুন্দর লিখা উপহার দিচ্ছেন! ধন্যবাদ!
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৪/২০১৭সুন্দর বলেছেন।।।