কি লাভ হল এত কিছু করে
কথাটা হাস্যকর হলেও কঠিন সত্য!আজকাল চলচিত্র নায়ক নায়িকাদের কেউ পছন্দ করে না কারন হিসাবে তাদের চরিত্রটা প্রধান। আমরা ছোট থেকে শুনে এসেছি কোন কাজকেই ছোট হিসাবে দেখা যাবে না। কিন্তু ক্ষীনসংখ্যক ব্যাক্তির কারনে একটা সম্পূর্ণ পেশাটাকেই অবিশ্বাস করছে মানুষ। ইসলামে বিবাহ করা ফরজ কিন্তু আজ আমাদের শুনতে হচ্ছে বিবাহ করলে কিনা ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। এজন্য বিবাহ করেও কিনা দিনের পর দিন স্ত্রীকে আড়ালে রাখতে হবে তাও সেই স্ত্রী কিনা আবার একই পেশার। স্ত্রী হয়ে আত্মগোপনে থাকা এটা কোন মেয়েই চাই না। আর স্ত্রীকে গোপন রাখাও কোন পুরুষত্বের পরিচয় নয়। এখন আত্মগোপন থেকে সবার সামনে ফিরে আসায় কি উভয়ের কি লাভ হয়ছে? হয় নাই তো বরং বেশ ক্ষতি হয়েছে। আমরা সবাই হয়তো বুজতে পারছি কাদের কথা বলার জন্য এত আয়োজন? শুধু শাকিব খান আর অপু বিশ্বাসের জন্য এ কথাগুলো নয়। তাদের মত অসংখ্য শাকিব অপু রয়েছে যাদের জন্য কলংকিত হচ্ছে চলচিত্র প্রতিষ্ঠানগুলো। আর কলংকিত করেন না। এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১৭/০৪/২০১৭দারুন
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০৪/২০১৭অপরুপ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৬/০৪/২০১৭দায়ী পূর্বপুরুষ
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭কলংকিত অধ্যায়।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৪/২০১৭দেশের একটা কলংকিত অধ্যায় (সাকিব-অপু)।
পুরো জাতির পক্ষ থেকে ওদের জন্য রইল ধিক্কার। -
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭সুন্দর বলেছেন।