ফরিদপুর না গোপালগঞ্জ
এই ব্লগের যে কাউকে যদি প্রশ্ন করা হয় বিভাগ হিসাবে কোন জেলাকে চান ফরিদপুর না গোপালগঞ্জ। মন থেকে উত্তর দিলে অবশ্যয় ফরিদপুর। আর অন্যভাবে যদি উত্তর দেয় তাহলে কোনটি তা সবাই বুজতে পারছেন? কিন্তু আমরা ২য়টি বেছে নিচ্ছি দুঃখজনক হলেও এটাই সত্য। জেলার আয়তন বলি আর উন্নতের দিক থেকেই বলি ফরিদপুরই এগিয়ে। এই জেলাটি প্রাচীনতম জেলা যার অন্তর্গত ছিল গোপালগঞ্জ। আজ কিনা বিভাগ করা নিয়ে গুঞ্জন শুনতে হয়। আজ আমরা ফরিদপুরবাসীর প্রধানমন্ত্রীর পানে চেয়ে থাকতে হচ্ছে সে কি করে? আগামী ২৮শে মার্চ প্রধানমন্ত্রী আসছে ফরিদপুরে। দেখা যাক ঐ দিন কি হয়? আশা রাখি প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিবেন ভেবে চিন্তা করে ভাল বুঝেই নিবেন। একজন আদর্শ প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিবেন। ফরিদপুরবাসীর পক্ষ থেকে ফরিদপুরকে বিভাগ দেখতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২০/০৩/২০১৭দুটোই
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭রাজধানী হবে গোপালগঞ্জ!!!!