পারবে তো শ্রীলংকাবধ
২০১৫ সাল ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য সাফল্যময় বছর। এ বছরই বাংলাদেশ প্রথমবারের মত আইসিসি র্যাংকিং এ সপ্তম স্থানে যান। ২০১৬ সালে বেশি খেলা না থাকায় সাফল্য বা ব্যর্থতা তেমনভাবে প্রতিয়মান হয়নি। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে যতটুকু আশা ছিল তার ছিটেফুটাও পূরণ করতে পারে নি বরং খালি হাতে দেশে ফিরে আসতে হয়েছে। তারপর ভারতে একমাত্র টেষ্টে খারাপ করে নি। এক নম্বর দলের সাথে নয় নম্বর দল হিসাবে ভালই খেলেছে বলতে হবে। ভারতের বিরুদ্ধে পাঁচদিনে খেলা চালিয়ে যাওয়া কম কথা নয়। আর ভাল হতে পারতো যদি ব্যাটিং একটু ভাল হত। যাক পিছনের কথা এবার শ্রীলংকা সফরের কথায় আসা যাক এ মাসের ২৭ তারিখে ২টি টেষ্ট, ৩ টি ওয়ানডে এবং ২টি টিটুয়েন্টি খেলতে বাংলাদেশ ত্যাগ করছে। আগের তুলানায় কম শক্তির দল শ্রীলংকাকে পারবে পরাজিত করতে। আশা করি ভাল কাটবে সফরটি। শুভকামনা রইল। সবাই দোয়া করবেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২০/০৩/২০১৭ভাল
-
পরশ ২০/০৩/২০১৭দোয়া রইল
-
মনিরুল ইসলাম ফারাবী ১৬/০৩/২০১৭sundor
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭সুন্দর সমসাময়িক
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৩/২০১৭তথ্য পূর্ণ লেখা ভালো লাগলো।