ভারতীয় স্যাটেলাইট চ্যানেল আমাদের কি দিচ্ছে
একটা সভ্য সমাজে সংস্কৃতির দরকার আছে। অবশ্যয় খেয়াল রাখতে হবে সেটা যেন অপসংস্কৃতি না হয়। আমরা আজকাল যে চ্যানেল গুলো দেখছি অবশ্যয় অপসংস্কৃতির মধ্যেই পড়ে। আমরা আজ স্টার জলসা আর জি বাংলা মুখর হয়ে যাচ্ছি। আমরা দেখি দেখতে দোষ কোথায়? কিন্তু বুঝতে হবে আমরা এটা থেকে কি শিখছি? আমরা ভাল কিছু তো শিখছি না বরং নষ্ট করছি আমাদের মূল্যবোধ আর নৈতিকতা। আজ এই চ্যানেলগুলোর জন্য স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্চে এমন কি অনেকেই আবার আত্মহত্যার মত পাপ কাজও করছে তাও আবার একটি তুচ্ছ পোষাকের জন্য যা জীবনের তুলনায় অতি নগন্য। এই যদি হয় আমাদের সংস্কৃতি তাহলে এই সংস্কৃতি ধিক্কার জানাই। আমরা চাই অতি তারাতারি এই চ্যানেলগুলো বন্ধ করা হোক। হয়তো মা বোনেরা এই ব্লগটি পড়ে বিরক্তবোধ করবেন তাতে আমার কোন অপরাধবোধ হবোনা। আমার এ ব্লগটি পড়ে একজনও যদি আমার পক্ষে থাকে তাও আমি সার্থক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ১৯/০৩/২০১৭কিছুই না
-
মনিরুল ইসলাম ফারাবী ১৬/০৩/২০১৭osthir
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭কিছুই দিচ্ছে না বরং নিয়ে যাচ্ছে এবং আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে। এরা নাকি আমাদের বন্ধু প্রতীম প্রতিবেশী রাষ্ট্র। যারা তিস্তার পানি না দিয়ে স্টার জলসায় ছেয়ে দিয়েছে দেশ।
-
আব্দুল হক ১৫/০৩/২০১৭আমরা এমন একটি বাজার তাদের জন্য যেখানে আমাদের কিছু বলার অধিকার নেই!