কোথায় আমাদের নৈতিকতা আমাদের মূল্যবোধ
ক্ষুদার তারনায় একটি ১০ বছরের শিশুকে আপেল চুরির অপরাধে রাস্তার পাশে হাত পা বেধে রাখা হয়। শত শত লোকজন দেখেও না দেখার ভান করে চলে যায়, একটি মানুষও প্রতিবাদ করে না। এই কি আমাদের নৈতিকতা আমাদের মূল্যবোধ? গতকাল সকালে নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাচকৈড় হাটে সাইদুল নামের একটি ১০ বছরের শিশুর উপর এই পাশবিক ঘটনাটি ঘটে। কেউ শিশুটির আর্তনাতে এগিয়ে আসে নি। শেষ পর্যন্ত বেলা ১২ টার দিকে স্থানীয় ২ জন সাংবাদিক ও পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় যাতে করে তার বাড়ির লোকজনের কাছে ছেলেটিকে পৌছে দিয়ে যায়। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে এ সকল মানবতাবিরোধী কাজকে প্রতিহত করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ১৭/০৩/২০১৭মানবতার এ এক চরম অবক্ষয়।মানুষগুলো দিনদিন মনুষত্ব হারিয়ে ফেলছে।আপনার লেখাটা বেশ সাহসী,বিদ্রোহী।এগিয়ে যান।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭মানবিকতা বোধ উঠে যাচ্ছে বলেই তো পৃথিবী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।।
এ জামানার মূল মন্ত্র হচ্ছে- '' নিজে বাঁচলে বাপের নাম''
::::::::::::::::::::::::::::: -
আব্দুল হক ১৫/০৩/২০১৭নাইস লিখেছেন!