সাদা মানেই কি সুন্দর
সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয়। আর কালো মানেই কুৎসিত তাও কিন্তু নয়। কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক আবার কাবাঘর কালো কিন্তু অপরুপ সুন্দর। মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্য নয়, চরিত্র দ্বারা মানুষ সুন্দর হয়। চিৎকার করে কথা বলা যদি পৌরুষত্ব হত তাহলে কুকুর হত পুরুষদের নেতা। স্বল্প বসন বা উলঙ্গপনা যদি নারীত্বের পরিচয় হত তবে বাঁদর হত শ্রেষ্ঠ নারী। মনের চোখ খুলুন আর সবকিছু সহজভাবে নিন। পৃথিবীকে বদলানোর জন্য আগে নিজেকে বদলাতে হবে.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০৩/২০১৭সুন্দর বলেছেন।।।