বাসিয়া নদী।
চৈত্রের দুপুরে কলমির ডাল হাতে
যদি কোনো রাখালের ছেলে
মহিষের পিঠে চড়ে
সাতার কেটে ওপারে যায়,
তবে বুঝে নিতে হবে
এটাই বাসিয়া নদী ৷
রাতের অন্ধকারে
মছালের মিটি মিটি আলোয়
যদি বর্সির সুতা ধরে
দেয়ানে মগ্ন হয়ে বসে থাকে
কোনো জেলে,
তবে বুঝে নিতে হবে
এটাই বাসিয়া নদী ৷
যদি কোনো রাখালের ছেলে
মহিষের পিঠে চড়ে
সাতার কেটে ওপারে যায়,
তবে বুঝে নিতে হবে
এটাই বাসিয়া নদী ৷
রাতের অন্ধকারে
মছালের মিটি মিটি আলোয়
যদি বর্সির সুতা ধরে
দেয়ানে মগ্ন হয়ে বসে থাকে
কোনো জেলে,
তবে বুঝে নিতে হবে
এটাই বাসিয়া নদী ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৮/০৭/২০২৩💓💓💓🌹🌹🌹🌹
-
আমি-তারেক ০৮/০৫/২০২৩Sundor vabna - sritir porosh achey
-
Md. Rayhan Kazi ০৩/০৫/২০২৩অনন্য সাধারণ
-
আলমগীর সরকার লিটন ০৩/০৫/২০২৩বেশ প্রেমময়
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৫/২০২৩অনন্যা
-
ফয়জুল মহী ০১/০৫/২০২৩ঋদ্ধ উপস্থাপন।শুভেচ্ছা অপার।