www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোলাপ

এ কে সুমন।

অঝর দ্বারায় বৃৃষ্টি হচ্ছে, ঠিক সেই দিনের মতো৷
যেই দিন গোলাপ'টি আমার হাতে দিয়ে বলেছিলে "হয়তো এখানেই আমাদের বন্ধুত্ব শেষ"৷


আমি হাসতে হাসতে বলেছিলাম "বন্ধুত্ব এভাবে শেষ হয়ে যায় না, এর বাধন বড় শক্ত৷ আর গোলাপ'টি আমার জন্য কেনো, ওর জন্য নিয়ে যাও, যার হাত ধরে বাকি জীবন'টা কাটিয়ে দেবে৷

তুমি তখন গোলাপ'টি রাস্তায় ফেলে চলে গিয়েছিলে৷


আমি আবার ডেকে বলেছিলাম "এভাবে ফেলে যেয়না, গোলাপ'টি নিয়ে যাও৷


আসলে তুমি কি বোঝাতে চেয়েছিলে সেটা আজও বুঝতে পারিনি৷


তোমার কথাই ঠিক, এখানেই বন্ধুত্ব শেষ হয়ে গেল৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast