www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সকাল

শেষ কবে সকাল দেখেছিলাম আমার মনে নেই৷
আমি মনে করতেও চাইনা৷

শিঁশির ভেজা ঘাঁসে উধুল পায়ে হেটে হেটে বকুল তলা আর যাওয়া হয়না আগের মতো৷

হয়তো ভাবছো আমি রোজ সকাল দেখি একা একা৷
না, তা কি করে হয়৷

জীবনের দুপুর পেরিয়ে সন্ধ্যার অপেক্ষায় বসে থাকা পথিকের সামনে সকাল আসবে কোথা থেকে?

আমি'ত আর আগের মতো নই, বদলে গেছি একদম৷

এখন ইচ্ছে করেও সকাল দেখতে পারিনা, মিচ হয়ে যায়৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast