এ কে সুমন
এ কে সুমন-এর ব্লগ
-
চৈত্রের দুপুরে কলমির ডাল হাতে
যদি কোনো রাখালের ছেলে
মহিষের পিঠে চড়ে
সাতার কেটে ওপারে যায়, [বিস্তারিত] -
- এ কে সুমন।
ফুলকে সবাই ভালোবাসে৷
তুমিও ভালোবাসো তাতে অপরাধ নেই৷
কিন্তু তোমাকে বলেছি সূর্যমুখীর কাছে যেওনা৷ [বিস্তারিত] -
এ কে সুমন।
অঝর দ্বারায় বৃৃষ্টি হচ্ছে, ঠিক সেই দিনের মতো৷
যেই দিন গোলাপ'টি আমার হাতে দিয়ে বলেছিলে "হয়তো এখানেই আমাদের বন্ধুত্ব শেষ"৷
আমি হাসতে হাসতে বলেছিলাম "বন্ধুত্ব এভাবে শেষ হয়ে যায় না, এর বাধন... [বিস্তারিত] -
এ কে সুমন
সম্যধিকার আমার ভয় হয়৷
কোনো এক আষাঢ়ের বিকেলে
অফিস থেকে ফিরার পথে [বিস্তারিত] -
শেষ কবে সকাল দেখেছিলাম আমার মনে নেই৷
আমি মনে করতেও চাইনা৷
শিঁশির ভেজা ঘাঁসে উধুল পায়ে হেটে হেটে বকুল তলা আর যাওয়া হয়না আগের মতো৷
হয়তো ভাবছো আমি রোজ সকাল দেখি একা একা৷ [বিস্তারিত]