টাকা
টাকা না থাকলে বন্ধু থাকেনা,
টাকা না থাকলে কথা বলার অধিকার থাকেনা,
টাকা না থাকলে পরিবারের কাছেও দাম থাকেনা,,
টাকার প্রয়োজনটা অবশ্যই আছে।
তবে বেশি টাকায় বন্ধুর পাশাপাশি শত্রু বাড়ে।
কথা বলার অধিকারের পাশাপাশি মিথ্যে বলাটাকে অধিকারে রুপ দেয়।
টাকা না থাকায় পরিবার যাকে দাম দেয় না,, বেশি টাকা হলে সে পরিবার নামক সম্পর্কটা ভুলতে শুরু করে।
..আসলে টাকার শুরুটা লোভ-লালসায় গিয়ে , জীবন চলে হতাশা নিয়ে,,শেষ হয় সর্বনাশ দিয়ে।
টাকা না থাকলে কথা বলার অধিকার থাকেনা,
টাকা না থাকলে পরিবারের কাছেও দাম থাকেনা,,
টাকার প্রয়োজনটা অবশ্যই আছে।
তবে বেশি টাকায় বন্ধুর পাশাপাশি শত্রু বাড়ে।
কথা বলার অধিকারের পাশাপাশি মিথ্যে বলাটাকে অধিকারে রুপ দেয়।
টাকা না থাকায় পরিবার যাকে দাম দেয় না,, বেশি টাকা হলে সে পরিবার নামক সম্পর্কটা ভুলতে শুরু করে।
..আসলে টাকার শুরুটা লোভ-লালসায় গিয়ে , জীবন চলে হতাশা নিয়ে,,শেষ হয় সর্বনাশ দিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সাখাওয়াত হোসেন ১৭/০৩/২০১৮জীবনের নির্মম বাস্তবতা
-
আবদুল্লাহ আল রাফি ১৬/০৩/২০১৮darun
-
মীর মুহাম্মাদ আলী ১৫/০৩/২০১৮ভালো লাগলো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৩/২০১৮দারুণ বাস্তবতা ।