একটু সচেতনতা অনেকটা নিরাপদ
সচেতনতার গুচ্ছবানী
আপনার অনর্থক কথাগুলো,অর্থবহ করে নেয় আপনার আশে-পাশের কিছু মানুষ। আর এই অর্থগুলো আপনাকে টেনে নেয় বিপদের মুখে,,তাই অনর্থক কথা না বলি।
ভুয়া বা মিথ্যে খবর শুধু সহিংসা ও বিদ্বেষকে উসকে দেয়, আর সত্য সংবাদ আলোর পথ দেখায় এবং শান্তি বয়ে আনে।
যারা মিথ্যে অযুহাত না দেখিয়ে সরাসরি সত্যটা বলতে চেষ্ট করে তারাই বন্ধু।
আর যারা মন রক্ষা করে চলে জবান ঠিক থাকেনা তারা হলো অভিনেতা।
আপনার অনর্থক কথাগুলো,অর্থবহ করে নেয় আপনার আশে-পাশের কিছু মানুষ। আর এই অর্থগুলো আপনাকে টেনে নেয় বিপদের মুখে,,তাই অনর্থক কথা না বলি।
ভুয়া বা মিথ্যে খবর শুধু সহিংসা ও বিদ্বেষকে উসকে দেয়, আর সত্য সংবাদ আলোর পথ দেখায় এবং শান্তি বয়ে আনে।
যারা মিথ্যে অযুহাত না দেখিয়ে সরাসরি সত্যটা বলতে চেষ্ট করে তারাই বন্ধু।
আর যারা মন রক্ষা করে চলে জবান ঠিক থাকেনা তারা হলো অভিনেতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ১৫/০৩/২০১৮সত্যি কথা লিখেছেন। শুভেচ্ছা ।
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ১৪/০৩/২০১৮ধন্যবাদ
-
আনাস খান ১৪/০৩/২০১৮ভাল হয়েছে