বোকা
পাই না খুঁজে
চোখটা বোজে
এলাম কেন এতে?
তবুও খুঁজি
নেইতো পুজি
জমাই কোন মতে।
পথের দারে
হঠাৎ করে
দাড়িয়ে পড়ি ভেবে
নশ্বর হতে
যাত্রা পথে
ফিরব আবার কবে?
হিসেব কষি
কত শশি
আসল আবার গেল
এই যে সময়
কী হলো জয়
জীবন কিবা পেল?
হঠাৎ ভয়ে
ভীত হয়ে
অশ্রু জলে ভিজি
মন বলে অই
আর যাবে কই?
খোদার রঙ্গে সাজি।
শয়তান এসে
মুচকি হেসে
দেয় যে আমায় ধোকা
শপথ করি
গেলেও মরি
আর হবনা বোকা।
২৪ মার্চ ২০১৪
সিলেট
চোখটা বোজে
এলাম কেন এতে?
তবুও খুঁজি
নেইতো পুজি
জমাই কোন মতে।
পথের দারে
হঠাৎ করে
দাড়িয়ে পড়ি ভেবে
নশ্বর হতে
যাত্রা পথে
ফিরব আবার কবে?
হিসেব কষি
কত শশি
আসল আবার গেল
এই যে সময়
কী হলো জয়
জীবন কিবা পেল?
হঠাৎ ভয়ে
ভীত হয়ে
অশ্রু জলে ভিজি
মন বলে অই
আর যাবে কই?
খোদার রঙ্গে সাজি।
শয়তান এসে
মুচকি হেসে
দেয় যে আমায় ধোকা
শপথ করি
গেলেও মরি
আর হবনা বোকা।
২৪ মার্চ ২০১৪
সিলেট
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৫/০৩/২০২২অতুলনীয় অনুভূতির উপস্থাপন
-
অভিজিৎ হালদার ২৪/০৩/২০২২Valo
-
সায়েম মুর্শেদ ২৪/০৩/২০২২সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ২৪/০৩/২০২২অনুপম শব্দ চয়নে সুন্দর লেখনী