হাসছিলো
তোমার হাসি পুঁজি করে
আমার মনও হাসছিলো,
আনন্দের ঐ জোয়ার যেন
চোখের জলে ভাসছিলো।
অপলক অই দৃষ্টি তোমার
আমায় দেখে নাচছিলো,
পারিনি তো দিতে সময়
আমার কিছু কাজছিলো।
তোমার আসায় শহরটাও
আপন সাজে সাজছিলো,
মুখ ফুটিয়ে বলতে গিয়ে
লজ্জা যেন পাচ্ছিলো।
লাজুক লাজুক মুখের হাসি
গালের উপর ভাঁজছিলো,
দৃষ্টি কাড়া চুলের খোপা
মাথায় যেন তাজছিলো।
আনন্দের ঐ জোয়ার যেন
চোখের জলে ভাসছিলো,
তোমার হাসি পুঁজি করে
আমার মনও হাসছিলো।
আমার মনও হাসছিলো,
আনন্দের ঐ জোয়ার যেন
চোখের জলে ভাসছিলো।
অপলক অই দৃষ্টি তোমার
আমায় দেখে নাচছিলো,
পারিনি তো দিতে সময়
আমার কিছু কাজছিলো।
তোমার আসায় শহরটাও
আপন সাজে সাজছিলো,
মুখ ফুটিয়ে বলতে গিয়ে
লজ্জা যেন পাচ্ছিলো।
লাজুক লাজুক মুখের হাসি
গালের উপর ভাঁজছিলো,
দৃষ্টি কাড়া চুলের খোপা
মাথায় যেন তাজছিলো।
আনন্দের ঐ জোয়ার যেন
চোখের জলে ভাসছিলো,
তোমার হাসি পুঁজি করে
আমার মনও হাসছিলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৫/০৪/২০২১Khub sundor
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০২/২০২১মনোমুগ্ধকর
-
ফয়জুল মহী ১০/০২/২০২১বাহ্ অসাধারণ .
-
Biswanath Banerjee ১০/০২/২০২১good
-
সাখাওয়াত হোসেন ১০/০২/২০২১অসাধারণ কথামালা হে সুপ্রিয়।
-
আলমগীর সরকার লিটন ১০/০২/২০২১বেশ ছন্দময়