ভাঙা বিশ্বাস
ভেঙে যাওয়া বিশ্বাসে
ফুটে নাতো ফুল,
বড় হয়ে ভেসে উঠে
ছোট ছোট ভুল।
মিষ্টি কথাও তখন
তিতা লাগে সদা,
মিলতে মিলতে কভু
হয়ে যায় জুদা।
তাই বলি বিশ্বাস
ভাঙিও না কভু,
প্রতিজ্ঞায় অটল মোরে
রাখিও গো প্রভু।
এই যদি হয় তব
ছলনার ধার,
জানিয়া রাখিও কভু
পাবে নাতো পার।
১৬ জানুয়ারি ২০২১
সিলেট
ফুটে নাতো ফুল,
বড় হয়ে ভেসে উঠে
ছোট ছোট ভুল।
মিষ্টি কথাও তখন
তিতা লাগে সদা,
মিলতে মিলতে কভু
হয়ে যায় জুদা।
তাই বলি বিশ্বাস
ভাঙিও না কভু,
প্রতিজ্ঞায় অটল মোরে
রাখিও গো প্রভু।
এই যদি হয় তব
ছলনার ধার,
জানিয়া রাখিও কভু
পাবে নাতো পার।
১৬ জানুয়ারি ২০২১
সিলেট
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৯/০১/২০২১বেশ মিষ্টিময় ছন্দ প্রকাশ কবি দা
-
ফয়জুল মহী ১৮/০১/২০২১মনলোভা চয়ন । ভালো লাগা অপরিসীম ।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০১/২০২১ভাল।
-
কাজী জহির উদ্দিন তিতাস ১৮/০১/২০২১খুব ভাল লাগলো