বেহায়া
লজ্জা শরমের মাথা-মোতা খেয়ে সব
হয়ে গেছি আমি এক বেহায়া,
অধীন তারাও ক্ষেপে উঠে মোর উপর
ওগো প্রভু তুই মোরে দে হায়া।
এভাবে ক্ষেপে গেল তিন দিন ওহে প্রভু
মোরে করলে কেন তুমি অক্ষম?
দোহাই তোমার প্রভু একটু থামিয়ে রাখো
করে দাও সব কাজে সক্ষম।
হয়ে গেছি আমি এক বেহায়া,
অধীন তারাও ক্ষেপে উঠে মোর উপর
ওগো প্রভু তুই মোরে দে হায়া।
এভাবে ক্ষেপে গেল তিন দিন ওহে প্রভু
মোরে করলে কেন তুমি অক্ষম?
দোহাই তোমার প্রভু একটু থামিয়ে রাখো
করে দাও সব কাজে সক্ষম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০১/২০২১আত্ম নিবেদনে সুন্দর আকুতি।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০১/২০২১ভাল লাগল।
-
কুমারেশ সরদার ১২/০১/২০২১বাহ্
-
সাখাওয়াত হোসেন ১২/০১/২০২১দারুণ মনোমুগ্ধকর লেখনি।
-
ফয়জুল মহী ১১/০১/২০২১বাহ্ অসাধারণ ।