রাস্তার হালচাল
---আখলাক হুসাইন
রাস্তা দিয়ে নৌকা চলে
একটু খানি বৃষ্টি হলে,
চলেনা আর গাড়ি,
সাধারণের চিন্তা যতো
জীবন যাদের কোন মতো
দিচ্ছে নাতো পাড়ি।
রাস্তা ঘাটে পানি হলে
নেতা-নেত্রীর কপাল খোলে
টেন্ডার আসে বড়,
এসব সুযোগ আর দেবো না
বোকা হয়ে আর রবোনা
একটু তবে নড়ও!!!
রাস্তা দিয়ে নৌকা চলে
একটু খানি বৃষ্টি হলে,
চলেনা আর গাড়ি,
সাধারণের চিন্তা যতো
জীবন যাদের কোন মতো
দিচ্ছে নাতো পাড়ি।
রাস্তা ঘাটে পানি হলে
নেতা-নেত্রীর কপাল খোলে
টেন্ডার আসে বড়,
এসব সুযোগ আর দেবো না
বোকা হয়ে আর রবোনা
একটু তবে নড়ও!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ১৭/০৬/২০১৯সুন্দর কবিতা
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৮/১০/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/১০/২০১৮দারুন সমসাময়িক।
-
অধীতি ১৭/১০/২০১৮শহরের গলিগুলোতে পানির ছবি এখনো চোখের তারায়