স্মরণীয়
যাদের জন্য প্রেরণা পেয়েছি
সাহিত্য চর্চার তরে,
আজকে না হয় শুরু করি
তাদের স্মরণ করে।
তাদের মধ্যে একজন মহান
আব্দুল মুকিত অপি,
আর কিছু না নকল করেও
হাসি করি কপি।
আরেক আসন জুড়ে আছেন
সেলিম আউয়াল যিনি,
তাঁর কথা আর বলব কী যে
তাঁর তুলনা তিনি।
সঞ্চালনা করে যিনি
আমায় সুযোগ দিলেন,
সে তো আমার মিষ্টভাষি
বিথী আপু ছিলেন।
এছাড়াও সাহিত্য প্রেমী
আরো আছেন যত,
সবার তরে জানাই আমি
ভক্তি কোটি শত!!!
(কেমুসাস সাহিত্য আসর)
সাহিত্য চর্চার তরে,
আজকে না হয় শুরু করি
তাদের স্মরণ করে।
তাদের মধ্যে একজন মহান
আব্দুল মুকিত অপি,
আর কিছু না নকল করেও
হাসি করি কপি।
আরেক আসন জুড়ে আছেন
সেলিম আউয়াল যিনি,
তাঁর কথা আর বলব কী যে
তাঁর তুলনা তিনি।
সঞ্চালনা করে যিনি
আমায় সুযোগ দিলেন,
সে তো আমার মিষ্টভাষি
বিথী আপু ছিলেন।
এছাড়াও সাহিত্য প্রেমী
আরো আছেন যত,
সবার তরে জানাই আমি
ভক্তি কোটি শত!!!
(কেমুসাস সাহিত্য আসর)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১০/২০১৮মজা।
-
মোঃ মুসা খান ১৫/১০/২০১৮খুব সুন্দর লিখছেন