স্বপ্নতরীর মাঝি
---আখলাক হুসাইন
তোমরা যারা ঝিমিয়ে পড়েছো
জাগ্রত হও আবার,
আর দেরী নয় সময় হয়েছে
বিজয় মঞ্চে যাবার।
স্বপ্নতরী'র মাঝিরা তো
ঝিমিয়ে পড়ার নয়,
তবু কেন এই হতাশা
কেন এতো ভয়?
অন্ধকার কাটিয়ে ভবে
আলো ছড়ায় যারা,
বাধা কবু ভয় করেনি
সফল হতে তারা।
তবে কেন স্বপ্ন দেখ
বাধাহীন এক পথে?
অনেক বাধা ডিঙ্গিয়ে তুই
হবে সফল হতে!!!
(উৎস্বর্গঃ স্বপ্নতরী'র সদস্যবৃন্দকে।)
তোমরা যারা ঝিমিয়ে পড়েছো
জাগ্রত হও আবার,
আর দেরী নয় সময় হয়েছে
বিজয় মঞ্চে যাবার।
স্বপ্নতরী'র মাঝিরা তো
ঝিমিয়ে পড়ার নয়,
তবু কেন এই হতাশা
কেন এতো ভয়?
অন্ধকার কাটিয়ে ভবে
আলো ছড়ায় যারা,
বাধা কবু ভয় করেনি
সফল হতে তারা।
তবে কেন স্বপ্ন দেখ
বাধাহীন এক পথে?
অনেক বাধা ডিঙ্গিয়ে তুই
হবে সফল হতে!!!
(উৎস্বর্গঃ স্বপ্নতরী'র সদস্যবৃন্দকে।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহরাব রিপন ১৫/১০/২০১৮ভালো হয়েছে
-
মোঃ মুসা খান ১৫/১০/২০১৮সফল হতে হয় সুন্দর লিখছেন