মোচ
--আখলাক হুসাইন
নিত্যদিনই বলতো ওযে
কাটতে হবে মোচ,
গোঁফে নাকি খারাপ লাগে
থাকবে শুধু কুচ।
রাত্রে কেটে সকাল হলে
একই কথা শোনে,
রাগের মাথায় কি বলেছি
পাইনি কিছু গুনে।
ভাবছি পরে আসলে তো
লম্বা হয়নি মোচ,
উনার মাথায় গোঁফ ঢুকেছে
কাটতে হবে কুচ।
নিত্যদিনই বলতো ওযে
কাটতে হবে মোচ,
গোঁফে নাকি খারাপ লাগে
থাকবে শুধু কুচ।
রাত্রে কেটে সকাল হলে
একই কথা শোনে,
রাগের মাথায় কি বলেছি
পাইনি কিছু গুনে।
ভাবছি পরে আসলে তো
লম্বা হয়নি মোচ,
উনার মাথায় গোঁফ ঢুকেছে
কাটতে হবে কুচ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১২/১০/২০১৮
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১২/১০/২০১৮সুন্দর কবিতা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/১০/২০১৮দারুণ ...
কেটেই আসি!