মুক্তি
তোমরা যারা প্রাণ দিয়ে গেলে
দেশের জন্য মোর,
তোমাদের তরে কুর্নিশ করি
তোমরা নয়তো পর।
পারিনি দিতে তোমাদের সেই
রক্ত ঘামের মূল্য,
তাই তো আজও কষিনি হিসেব
মুক্তি নামের তুল্য।
দেশের জন্য মোর,
তোমাদের তরে কুর্নিশ করি
তোমরা নয়তো পর।
পারিনি দিতে তোমাদের সেই
রক্ত ঘামের মূল্য,
তাই তো আজও কষিনি হিসেব
মুক্তি নামের তুল্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/১০/২০১৮সুন্দর কবিতা
-
Riktam Ghosh ০২/১০/২০১৮খুব সুন্দর অনুকাব্য
-
সাইয়িদ রফিকুল হক ০১/১০/২০১৮আমরা দেশকে এগিয়ে নিবো।