সুপ্ত প্রেম
শীতার্ত কহন জুড়ে ছলনার খরতরে
আনিবার তরে সে কহিবে বারবার ।
এ যেন ভবন চাহিয়া তুষার পাহাড়
দুমড়ি খেয়ে পড়ছে মরিবার হাহাকার ।
শুষে নেওয়ার মর্তে হারা প্রানগুলোর প্রয়াস
নির্জীব হৃদয় কি তবে চাহিবে জাগিবার ।
শুধায় শ্বেত কণার প্রতি ফোটায় ফোটায়
নির্ঝুম নিক্কন ধ্বনির শুভাকাঙ্ক্ষায়।
অনপ্রতীক্ষা তব বিরাগ ঝিলিকের আভায়
ভয়ার্ত তব কোনে গুটি মেরে চুপ রয়ে যায় ।
শিরদাঁড়া বেয়ে অগুচ্ছিত আভাস ছড়ায়
তবু যেন কঠোরতায় প্রেম সুপ্ত থেকে যায় ।
আনিবার তরে সে কহিবে বারবার ।
এ যেন ভবন চাহিয়া তুষার পাহাড়
দুমড়ি খেয়ে পড়ছে মরিবার হাহাকার ।
শুষে নেওয়ার মর্তে হারা প্রানগুলোর প্রয়াস
নির্জীব হৃদয় কি তবে চাহিবে জাগিবার ।
শুধায় শ্বেত কণার প্রতি ফোটায় ফোটায়
নির্ঝুম নিক্কন ধ্বনির শুভাকাঙ্ক্ষায়।
অনপ্রতীক্ষা তব বিরাগ ঝিলিকের আভায়
ভয়ার্ত তব কোনে গুটি মেরে চুপ রয়ে যায় ।
শিরদাঁড়া বেয়ে অগুচ্ছিত আভাস ছড়ায়
তবু যেন কঠোরতায় প্রেম সুপ্ত থেকে যায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩০/০১/২০২০দারুন
-
sudipta chowdhury ২৯/১২/২০১৯In reality if we don't get our loving person then hidden love for that person will stay forever. Never that person will know about love
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১২/২০১৯সুন্দর-ভাবনা।
ব্লগে স্বাগতম। -
মোহাম্মদ ফারুক হোসাইন ২৩/১২/২০১৯সমাজ প্রেমী
ভালো -
নুর হোসেন ২০/১২/২০১৯চমৎকার লিখেছেন
-
আব্দুল হক ১৯/১২/২০১৯বেশ