হতাশা বিজ্ঞানী
আমি হতাশা বিজ্ঞানী।
সবাই আমাকে পাগল বলবে
তা খুব ভালই জানি
আমি হতাশা বিজ্ঞানী।
পৃথিবী নামক হতাশা কারখানায়-
প্রতিনিয়ত আমি
হতাশা উৎপাদন করে চলেছি।
কারণ আমি হতাশা বিজ্ঞানী।
চোখের জলে রসালো করেছি
মাখিয়েছি বিষ নীল রং
যেন চিকচিক করা নীল পান্না,
বিতৃষ্ণার জৌলুসে ভারি-
আমার হতাশা গুলি
কারণ আমি হতাশা বিজ্ঞানী।
সবাই আমাকে পাগল বলবে
তা খুব ভালই জানি
আমি হতাশা বিজ্ঞানী।
পৃথিবী নামক হতাশা কারখানায়-
প্রতিনিয়ত আমি
হতাশা উৎপাদন করে চলেছি।
কারণ আমি হতাশা বিজ্ঞানী।
চোখের জলে রসালো করেছি
মাখিয়েছি বিষ নীল রং
যেন চিকচিক করা নীল পান্না,
বিতৃষ্ণার জৌলুসে ভারি-
আমার হতাশা গুলি
কারণ আমি হতাশা বিজ্ঞানী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাহুল শীল(হুসবসার) ০৭/১১/২০১৮নামকরণের সাথে কবিতা সার্থকতা পেয়েছে বন্ধু
-
Rabia Onti ০৭/১১/২০১৮ভালো লাগলো
-
শচীন কর্মকার ০৭/১১/২০১৮হতাশা বিজ্ঞানী অসাধারণ নামকরণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/১১/২০১৮চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১১/২০১৮ভালো।